শুভেন্দু-রাজীব-অর্জুনকে জুতো-ঝাঁটা! রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বুধ বিকালে বিজেপির মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা। মুহুর্তের মধ্যে ফিরে এল লোকসভা নির্বাচনের সময়কার অমিত শাহের মিছিল ঘিরে বিজেপির তাণ্ডবের ছবি। সেদিন যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তাণ্ডব চালিয়েছিল গেরুয়া বাহিনীর গুণ্ডারা, এদিনও প্রায় একই ঘটনা ঘটানো হয় সেন্ট পলস কলেজে। সেই সঙ্গে রাস্তায় থাকা তৃণমূলের ছবি, ব্যানার, পোস্টার সব ছিঁড়ে ফেলা হয়। ভাঙচুর চালানো হয় রাস্তার পাশে থাকা ছোট-বড় দোকান, বাড়ি, পেট্রোল পাম্পে। ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়িতেও। আর এই সব ঘটনার জেরে এবার কাঠগড়ায় সেই গেরুয়া গুণ্ডা বাহিনী। তবে যে ঘটনাকে ঘিরে এদিন আমহার্স্ট স্ট্রিট চত্বর রণক্ষেত্রের চেহারা নেয় তা হল বিজেপির মিছিলে থাকা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিংকে জুতো ছোঁড়া হয় ও ঝাঁটা দেখানো হয়। অভিযোগ তা তৃণমূল সমর্থকেরা করেছিলেন।
বুধবার বিকালে উত্তর কলকাতার হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিল ছিল বিজেপির। সেই মিছিলের শুরুতেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শামিল হন মিছিলে। মিছিল থেকে ঘন ঘন ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে। আর রোড শো শুরু হওয়ার কিছুক্ষন বাদেই পথের মধ্যেই বিজেপির নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো। অভিযোগের তিরে তৃণমূল কর্মীরা। তার জেরে দু’পক্ষের মধ্যেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে আমহার্স্ট স্ট্রিট জুড়ে। সেই সংঘর্ষ থামানো গেলেও থামানো যায়নি গেরুয়া গুন্ডাদের ভাঙচুর। পরে পরিস্থিতি সামলাতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।
বুধবার বিকালে উত্তর কলকাতার হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিল ছিল বিজেপির। সেই মিছিলের শুরুতেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শামিল হন মিছিলে। মিছিল থেকে ঘন ঘন ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে। আর রোড শো শুরু হওয়ার কিছুক্ষন বাদেই পথের মধ্যেই বিজেপির নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো। অভিযোগের তিরে তৃণমূল কর্মীরা। তার জেরে দু’পক্ষের মধ্যেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে আমহার্স্ট স্ট্রিট জুড়ে। সেই সংঘর্ষ থামানো গেলেও থামানো যায়নি গেরুয়া গুন্ডাদের ভাঙচুর। পরে পরিস্থিতি সামলাতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment