এই মুহূর্তে




‘অমিত শাহকে প্রধানমন্ত্রী করলেই হয়’, ফের খোঁচা মমতার




নিজস্ব প্রতিনিধি: ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৯ জুন) নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির পরিবর্তে তো দেশ চালাচ্ছেন অমিত শাহ। মোদি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান। শাহের হাতে সব ছেড়ে দিয়েছেন। ওঁকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়। বকলমে উনিই তো দেশ চালাচ্ছেন।’

আগামী ২৫ জুন জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ঘটা করে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের ওই রাজনৈতিক প্রতিহিংসার অংশীদার হতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৮ জুন) নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন, ‘ওই দিন বাংলায় সংবিধান হত্যা দিবস পালন হবে না।’ পাশাপাশি দেশে আদৌ সংবিধানের শাসন চলছে কিনা তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু আমরা ওই সিদ্ধান্ত মানছি না। জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? যারা প্রতিদিন গণতন্ত্র আর সংবিধানকে খুন করে চলেছেন, প্রতিদিন সংবিধান বদলাচ্ছেন, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে তাদের মুখে বড় বড় বুলি মানায় না। জুমলা সরকারের মুখে গণতন্ত্রের নীতি কথা শুনব না।’ ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের  পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করে মোদি সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যারা ঠুঁটো জগন্নাথ করে দিয়েছে তারা সংবিধান বাঁচানোর বুলি আওড়াচ্ছেন। এর চেযে হাস্যকর আর কিছু হয় না। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বিহারে কিভাবে ক্ষমতা দখল করেছেন? ওটা সংবিধানের হত্যা নয়? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতায় আপনাদের তো বিশ্বাসই নেই’।

গত কয়েক বছর ধরেই বঙ্গ বিজেপি এবং রাজভবনের তরফে পালন করা হচ্ছে বাংলা দিবস। এদিন বাংলা দিবস পালন নিয়েও মোদি সরকারকে একহাত নিয়েছেন মমতা। তাঁর কথায় ’২০ জুন বাংলা দিবস কে ঠিক করল? এই তারিখ কী ভাবে ঠিক করা হল? দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। জুন মাসেরও দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি। বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ।’ বাংলার প্রতি মোদি সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কিছু হলেই টিম পাঠাচ্ছেন। উত্তরপ্রদেশ, গুজরাতে দাঙ্গা হলে টিম পাঠান? বিরোধী শাসিত রাজ্যগুলিকে বুলডোজ করা হচ্ছে। রাজ্যগুলির অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে।’

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ