এই মুহূর্তে

‘No Vote To BJP’, প্রচারে নামছেন বিক্ষুব্ধ বিজেপিরই নেতারা

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটের মুখে বাংলায়(Bengal) বামেরা(Left) শ্লোগান(Slogan) তুলেছিল, ‘No Vote To BJP’। সেই শ্লোগান ধরে লাগাতার প্রচার করা হয়েছিল নির্বাচনী সভা থেকে সোশ্যাল মিডিয়াতেও। অস্বীকার করার উপায় নেই যে সেই শ্লোগান বামেরা অপেক্ষা তৃণমূলের(TMC) নেতারা বেশি ব্যবহার করেছিল। সেই ভোটের ফলাফল কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই প্রচার ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠেছিল। কিছুদিন আগেই ভোট হয়ে গিয়েছে কর্ণাটকের মাটিতেও। সেখানেও বহুল ভাবে ‘No Vote To BJP’ শ্লোগান ব্যবহার করেছে কংগ্রেস(INC)। আবার সেই নির্বাচনের আগেই বাংলার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কর্ণাটকের মানুষের উদ্দেশ্যেও ওই শ্লোগান দিয়ে আর্জি রেখেছিলেন সেখানকার মানুষ যেন বিজেপিকে ভোট না দেন। কর্ণাটকের ভোট রেজাল্ট বলে দিচ্ছে সেখানেও সুনামি তুলেছিল ওই শ্লোগান। এবার সেই শ্লোগান শোনা যেতে পারে আবারও বাংলার মাটিতে পঞ্চায়েত ও ২৪’র ভোটের প্রাক্কালে। তবে সেই শ্লোগান বাম, কংগ্রেস বা তৃণমূলের নেতারা দেবেন না। দেবেন বিজেপিরই নেতারা।  

আরও পড়ুন খাদিকুলে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দিলেন কড়া বার্তাও

বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকোন্দল যত না তুঙ্গে উঠেছে তার চেয়েও বেশি তুঙ্গে উঠেছে বিক্ষুব্ধ নেতাদের বসে যাওয়ার ঘটনা। মূলত তাঁরা প্রায় সকলেই দলের আদি নেতা। এরাই এবার বাংলার বুকে ‘No Vote To BJP’ শ্লোগান তুলতে চলেছেন বলে সূত্রে জানা গিয়েছে। কিন্তু দলের বিরুদ্ধেই কেন এই শ্লোগান দিতে চাইছেন তাঁরা? বিক্ষুব্ধ নেতাদের দাবি, দলকে বাড়াতে গিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তৃণমূল থেকে লোক আমদানি করেছেন তাতে দলের মূল ভিত্তিটাই বাংলায় নড়ে গিয়েছে। তৃণমূল থেকে আসা নেতারা দলটিকে কার্যত হাইজ্যাক করে নিয়ে নিজেদের মতো করে দল চালাচ্ছেন। তৃণমূল থেকে আসা এক হেভিওয়েট নেতার অনুগামীরাই দলের বিভিন্ন পদে বসে আছেন। দলের আদি নেতাদের এখন আর দলে কোনও দাম নেই। তাঁদের না কোনও পদ দেওয়া হয়েছে না তাঁদের কোনও ক্ষমতা দেওয়া হয়েছে। দলের কোনও মিটিং মিছিলেও তাঁদের ডাকা হয়না। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন সেই খবরটুকুও আর কেউ খোঁজ নেন না।

আরও পড়ুন এগরায় বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাঁদের আরও দাবি, দল যারা চালাচ্ছেন তাঁরা সারাক্ষণ পিসি-ভাইপোর নিন্দা করতে ব্যস্ত। কিন্তু কেন্দ্র সরকার আমজনতার জন্য কোনও ভাল কাজ করলেও তা নিয়ে তাঁরা একটা শব্দও খরচ করেন না। বাংলার জন্য কেন্দ্র কোনও কিছু পাঠালে সেটাও তাঁরা পুরো চেপে যান। নরেন্দ্র মোদির সরকার বাংলাকে অনেক কিছুই দিচ্ছে কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র কোনও প্রচার করা হচ্ছে না। উল্টে তৃণমূল থেকে আসা নেতারাই কেন্দ্রকে চিঠি দিচ্ছে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার জন্য। সর্বোপরি বিজেপির যে আদর্শ, নীতি তা থেকে সম্পূর্ণ ভাবে সরে এসে সারাক্ষণ শুধু তৃণমূল আর রাজ্য সরকারের বিরোধিতা করে চলা হচ্ছে। এতে দল না সাংগঠনিক ভাবে লাভবান হচ্ছে না দলের প্রভাব বাড়ছে। বাংলার বুকে গোটা দলটাই এখন একজন নেতার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা হয়ে উঠেছে বলে তাঁদের দাবি। সেই কারণেই তাঁরা ‘No Vote To BJP’ শ্লোগান তুলতে চাইছেন। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা দলে আসা ওই তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক বয়কট করার পথে হাঁটা দিয়েছেন। আগামী দিনে সমস্যার সমাধান না হলে তাঁরা এই শ্লোগান তুলে বিজেপির বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই চালাতে বাধ্য হবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর