এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির সাক্ষাৎপ্রার্থী বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে বঙ্গ বিজেপির(Bengal BJP) শিবির যে আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে সেটা আবার প্রকাশ্যে চলে এল। শুধু তাই নয়, এই ঘটনার জেরে আরও একবার সামনে চলে এল যে বঙ্গ বিজেপিতে এখন ক্রমশই একা ও কোনঠাসা হয়ে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি এখন আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা ঘনিষ্ঠদের নিয়ে নিজের একটি ‘বৃত্ত’ তৈরি করেছেন। পঞ্চায়েত নির্বাচনে নিজের পছন্দের লোকদের প্রার্থী করতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কতখানি পছন্দ করেন, তা প্রমাণে কার্যত উঠে পড়ে লেগেছেন। আর তাঁর এহেন কাজকর্ম ও মনোভাবকে মোটেও ভাল চোখে দেখছেন না দলের আদি নেতা থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা। তাই শুভেন্দুকে পাল্টা চাপ দিতে চেয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানিয়েছেন বঙ্গের বিজেপি সাংসদরা।

আরও পড়ুন জয়ের লক্ষ্যে পঞ্চায়েত ভোটের আগেই জেলায় জেলায় সভা অভিষেকের

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী এখন কথায় কথায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে শীর্ষ নেতৃত্বকে চিঠি লেখার নয়া কৌশল নিয়েছেন। রাজ্যে চলতে থাকা কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের নতুন নতুন অভিযোগ করে প্রতিদিনই প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দেওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এতেই শেষ নয়, সম্প্রতি দলেরই এক নেতাকে তিনি দিল্লি পাঠান বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে। বঙ্গ বিজেপি নেতৃত্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লেখা বা ঘনিষ্ঠ নেতাকে রাজধানীতে পাঠানো সহজভাবে মেনে নিতে পারেননি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), দিলীপ ঘোষরা(Dilip Ghosh)। তাই শুভেন্দুকে চাপে ফেলতে পাল্টা কৌশল নিয়েছেন তাঁরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ১০০ দিনের কাজ, আবাস যোজনার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আগামী সপ্তাহে কোনও একদিন প্রধানমন্ত্রী সময় দিতে পারেন তাঁদের, এমনই তথ্য মিলেছে বঙ্গ বিজেপি সূত্রে। তবে রাজ্যের ইস্যুতে মোদির সঙ্গে আলোচনার আবেদন অজুহাত মাত্র। বরং শুভেন্দুকে বার্তা দিতেই বিরোধী শিবিরের নয়া কৌশল বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে।

আরও পড়ুন চলতি সপ্তাহেই রেশন ধর্মঘট, শুক্রবারের আগে মিলবে না পরিষেবা

আগামী ১৩ মার্চ সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতেই নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন বঙ্গ বিজেপির কয়েকজন সাংসদ। আলোচনায় ঠিক হয় রাজ্যের কেন্দ্রীয় প্রকল্প, আইনশৃঙ্খলা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। প্রধানমন্ত্রী সময় দিলে তাঁকেই জানানো হবে শুভেন্দু বাংলায় কীভাবে সমান্তরাল দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধী গোষ্ঠীর নেতারা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। তাঁদের কাছেও তুলে ধরা হবে শুভেন্দুর কীর্তিকলাপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর