জামিন পেলেন না অনুব্রত মণ্ডল, থাকতে হবে জেলে

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2022/05/em-final.png

Mahabub Molla

4th January 2023 2:23 pm | Last Update 4th January 2023 2:54 pm

নিজস্ব প্রতিনিধি: জামিনের আবেদন খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দেয়। ফলে এখনও জেলেই থাকতে হবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতিকে।

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গরু পাচারে অনুব্রতের যোগ থাকা সংক্রান্ত মামলায় রায়দান করেন। এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, ‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না।’ আদালতের এই রায়ের পর আপাতত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। তার পর থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি। কেষ্টর আইনজীবী আদালতে তাঁর জামিন চেয়ে যুক্তি দেন, একই মামলায় সতীশ কুমার-সহ অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। কিন্তু তার পরেও কোন যুক্তিতে তাঁর মক্কেলকে ১৪৫ দিনের বেশি জেলে বন্দি থাকতে হচ্ছে? সিবিআইয়ের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টে জানায়, বকটুই গণহত্যা কাণ্ডে অনুব্রতের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

প্রসঙ্গত মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে অনুব্রতকে ‘রাজনৈতিক দৈত্য’ বলে মন্তব্য করেছিল। সিবিআই দাবি করেছিল অনুব্রত মণ্ডল জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। মঙ্গলবার সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত। অবশেষে বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

398
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like