এই মুহূর্তে




খুন বা ডাকাতি করে যে কেউ হয়ে যেতে পারেন অ্যাপ বাইক-ট্যাক্সি চালক

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক অতীতে কলকাতা(Kolkata) শহরে বেশ কিছু বাইক-ট্যাক্সি চালকের(App Bike Taxi Driver) বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠছে। কখনও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার তো কখনও মহিলা-যাত্রীর ফোন নম্বর পেয়ে পরে বিরক্ত করা, অতিরিক্ত টাকা দাবি করা — তালিকাটা ছোট নয়। এই অভিযোগগুলো মূলত উঠছে সেই সব চালকদের বিরুদ্ধে, যারা এই পেশাটা পার্ট-টাইম জবের(Part Time Job) মতো দেখছেন। তাঁদের মধ্যে কেউ অফিস থেকে ফেরার পথে অ্যাপ চালু করে যাত্রী নিয়ে তেল খরচা তুলছেন। কেউ অন্য পেশায় থেকে সখে বাইকে লোক তুলছেন। আবার ইচ্ছে হলেই অ্যাপ বন্ধ করে দিচ্ছেন। অভিযোগ উঠেছে, যাত্রীদের মধ্যে মহিলা না-থাকলে তা ক্যানসেলও করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন এই সব পার্ট টাইম বাইক-ট্যাক্সি চালকদের বিরুদ্ধেই বড়সড় আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ অ্যাপ চালকদেরই একাংশ। তাঁদের দাবি, খুন(Murder) বা ডাকাতি(Robbery) করে যে কেউ হয়ে যেতে পারেন বাইক-ট্যাক্সি চালক! শুনতে গল্পের মতো হলেও এটাই সত্যি!

আরও পড়ুন, JMB’র মাধ্যমে বাংলার ৭ জেলায় Terror Network তৈরির পরিকল্পনা নিয়েছে ISI

কেন এমন কথা বলছেন তাঁরা? এর উত্তরে ওই অ্যাপ চালকদের দাবি, বাণিজ্যিক সংস্থার অ্যাপ মোবাইলে ডাউনলোড করে, সরকারি পরিচয়পত্র-ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করলেই তাঁর নামে একটি আইডি তৈরি হয়। ওই ব্যক্তি অতীতে কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কি না, থাকলে কী ধরণের অপরাধ করেছিলেন, তিনি মানসিক ভাবে সুস্থ কি না সেই ভেরিফিকেশন হয় না। অভিযোগ, যে নথি আপলোড হচ্ছে, তা সেই ব্যক্তির কি না, সংশ্লিষ্ট সংস্থার তরফে ঠিকভাবে তাও যাচাই করা হয় না। যাত্রীদের সঙ্গে এই বাইক-ট্যাক্সি চালকদের কেমন ব্যবহার করা উচিত তার পাঠও দেওয়া হয় না কোটি কোটি টাকার ব্যবসা করা ওই সংস্থাগুলির তরফে। এই সব নিয়মের ফাঁকফোকড় গলে আগামী দিনে বড়সড় কোনও বিপদ ঘটে যেতে পারে বলেও মনে করছেন আশঙ্কায় ভোগা এই অ্যাপ চালকেরা। আবার এই অ্যাপ চালকদেরই অপর অংশের দাবি, যদি অতীতে মামলা হয়েও থাকে, তিনি কি বাইক চালিয়ে রোজগার করতে পারবেন না? যাদের নামে মামলা নেই, পরে তাঁরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত যে হবেন না, তার গ্যারান্টিই বা কোথায়?

আরও পড়ুন, মমতার মাস্টারস্ট্রোক, ভূমিহীন আবাস উপভোক্তারা সর্বাধিক ২ কাঠা করে জমি পাবেন

ঘটনা হচ্ছে, যারা এই বাইক-ট্যাক্সি চালানোকে পেশা হিসেবে দেখছেন, তাঁরা নিয়ম মেনে কমার্শিয়ার নম্বর প্লেট নিচ্ছেন। কিন্তু, সখের চালকদের জন্য বদনামের ভাগীদার হচ্ছে তাঁদেরও। সম্প্রতি ইএম বাইপাস থেকে এক জুনিয়র চিকিৎসক অ্যাপ-বাইক বুক করেছিলেন। দেরি হবে জেনে বুকিং ক্যানসেল করলে ওই চালক চিকিৎসককে মোবাইলে অশ্লীল ভিডিয়ো পাঠাতে থাকেন। হুমকিও দেন। ঘটনার জেরে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়, এই যুবকও ছিল সখের চালক। কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সহ-সম্পাদক সোহাগ খানের দাবি,‘অনেকেই নিয়ম মেনে বাইক চালিয়ে রুটি-রুজির বন্দোবস্ত করছেন। কিন্তু, একাংশের জন্য এই পেশার বদনাম হচ্ছে।’ কীভাবে অপরাধের মনস্কতা ও অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অ্যাপ-ক্যাব বাইক বা ট্যাক্সি চালক হওয়ার পথ বন্ধ করা যায় তা কিন্তু এখনও ভাবনাচিন্তার পর্যায়ে আসেনি ওই সব বেসরকারি সংস্থার কর্তাদের। ফলে যাত্রীদের হেনস্থা ও বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গাড়ি থেকে কালো ধোঁয়া ছাড়লে হতে পারেন গ্রেফতার, নয়া ফরমান জারি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব ইস্টবেঙ্গল, অবিলম্বে নিধন যজ্ঞ বন্ধের দাবি

ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

নজরে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিধায়কদের একগুচ্ছ দাওয়াই মমতার

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর