এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাগরদিঘীর বায়রন কী এবার তৃণমূলের পথে, জল্পনা বাড়ালেন Speaker

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা(West Bengal State Assembly) থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস(INC)। দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম বাংলার বিধানসভায় নেই কংগ্রেসের কোনও প্রতিনিধি। একই অবস্থা বামেদেরও। মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘী(Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ায় মনে করা হয়েছিল এবার বাংলার বিধানসভায় আরও একবার পা রাখতে চলেছে কংগ্রেস। কিন্তু এখন সেই সম্ভাবনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা Speaker বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। তার দাবি, সাগরদিঘির উপনির্বাচনে ২৩ হাজার ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস(Bairan Biswash) আদতে ‘তৃণমূলের লোক’। আর তারপরেই জল্পনা আরও তীব্র হয়েছে বায়রনকে ঘিরে। এমনিতেই তাঁর জয়ের পরে পরেই প্রশ্ন উঠে গিয়েছিল তিনি কতদিন কংগ্রেসে থাকবেন তা নিয়ে। প্রশ্ন উঠেছিল উন্নয়নের স্বার্থে তৃণমূলে(TMC) কবে যোগ দেবেন তিনি, তা নিয়েও। এবার খোদ রাজ্য বিধানসভার অধ্যক্ষের দাবিতে সেই জল্পনাই আরও তীব্র হয়ে উঠল।

আরও পড়ুন মমতার বাংলায় কমছে Loan এবং GDP’র অনুপাত, মান্যতা RBI’র

রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে দূরে সরে গিয়েছে বলে আমার মনে হয় না। সাগরদিঘি একটি বিক্ষিপ্ত ঘটনা ছিল। আপনারা দেখেছেন নব নির্বাচিত বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি তৃণমূলের লোক এবং তৃণমূলের ভোটেই তিনি জিতেছেন। আমাদের প্রার্থী নির্বাচনে হয়তো কোনও ত্রুটি ছিল। তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা, সেটা আমি বলতে পারব না।’ কিন্তু অধ্যক্ষ যেভাবে বায়রনের স্বউক্তি ‘তৃণমূলের লোক’-কে তুলে ধরেছেন তাতে করে জল্পনা এখন রাজ্য রাজনীতিতে ঝড়ের বেগে ছুটতে শুরু করে দিয়েছে। এমনিতেই জয়ের পরে ২ সপ্তাহ কেটে গেলেও বিধানসভায় পা রাখতে পারেননি বায়রন। এমনকী খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী নিজে এই বিষয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেও বায়রনের শপথের দিন ঠিক করতে পারেননি। অথচ রাজ্য বিধানসভায় এখনও বাজেট অধিবেশন শেষ হয়ে যায়নি। একজন বিধায়কের শপথ নিতে মেরে কেটে ৫ মিনিট লাগে। সেই সময়ও কেন বার করতে পারলেন না অধ্যক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন Unknown Source থেকে বিজেপির আয় ১,১৬১ কোটি, তৃণমূলের মোট আয় ৫৪৫ কোটি

অনেকেই মনে করছেন, বায়রনকে তলে তলে তৃণমূলে আনার ছক কষা হচ্ছে। বায়রন নিজেও সম্ভবত সেরকমই কিছু চাইছেন। আর তাই তিনি নিজেও বিষয়টি নিয়ে সেভাবে উচ্চবাক্য করছেন না। যদি সেটাই হয় তাহলে বাদল অধিবেশনেই হয়তো বায়রনের তৃণমূল যোগের পাশাপাশি তৃণমূল বিধায়ক হিসাবেই রাজ্য বিধানসভায় শপথ্য নিতে দেখা যাবে। যদি সেরকমই কিছু হয় তাহলে বাংলার বিধানসভায় কংগ্রেসের একটি হাত না দেখার দৃশ্য যেমন অব্যাহত থাকবে তেমনি জোর ধাক্কা লাগবে বাম-কংগ্রেস জোটেও। সব থেকে বড় কথা একমাত্র জয়ী বিধায়ক দল বদলে ফেললেও আইনত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না কংগ্রেস। চেয়ে চেয়ে তাঁরা শুধু বায়রনের জার্সি বদলই দেখবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর