এই মুহূর্তে




প্রকাশ্যে এল অরিন্দম শীলের ‘কর্পূর’ ছবির ফার্স্ট লুক




নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এল অরিন্দম শীলের সিনেমা ‘কর্পূর ‘ – এর ফাস্ট লুক।এবার সিনেমায় কুনাল ঘোষ। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ সিনেমায় অভিনয় করবেন তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হোটেলে ছবির প্রথম লুক প্রকাশিত হল। শুটিং শুরু বুধবার। বৃহস্পতিবারেও হবে শুটিং। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে পরিচালক অরিন্দমশিল জানান এই ছবিতে লালবাজারের এক পুলিশ আধিকারিক এর চরিত্রে দেখা যাবে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে(Minister Bratya Basu)। এক রাজনৈতিক দলের অন্যতম প্রধান পদে থাকা এক নেতার চরিত্রে দেখা যাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষকে। ছবিতে নাকি তিনি সিপিএম নেতা বিমান বসুর(Biman Basu) একটি চরিত্রের মাধ্যমে অভিনয় ফুটিয়ে তুলবেন কুনাল ঘোষ বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরিন্দম শীল(Arindam Seal) জানান।

৯০ এর দশকে শিক্ষাদান নীতির সঙ্গে নাম জড়িয়ে ছিল মনীষার(Manisha)। সেই কাহিনীকে কেন্দ্র করেই চিত্র নাট্য লিখেছেন পরিচালক। ১৯৯৭ সালে বরিশাল আচমকা উঠে যাওয়া ভাবিয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে। রাজ্য রাজনীতিতে সব গোল পড়েছিল ঘটনাটি নিয়ে। আটাশ বছর পর সেই ভাবনাকে রুপালি পর্দায় ‘কর্পূর’ (Kapur)ছবিতে তুলে ধরবেন অরিন্দম শীল। এই ছবিতে কংগ্রেস সংসদ সচিব তারুর মতো দুধের রাজনীতিতে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। গত কয়েক মাস ধরে এই ছবি তৈরি করা কে কেন্দ্র করে দেখা দিচ্ছিল নানা বিতর্ক। এই ছবির লেখিকা উপন্যাসিক দীপান্বিতা রায়। অন্তর ধানের নেপথ্যে নামের সেই উপন্যাস অবলম্বনে অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’। পরিচালক জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সহকারি নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপরে লেখা উপন্যাসকে কেন্দ্র করে তৈরি হবে ‘ কর্পূর’। এই ছবিতে দুটি সময়কাল তুলে ধরা হবে ১৯৯৭ সাল ও ২০১৯।

এই দুটি সময়কালের চরিত্র ধরা পড়বে সাহেবের চরিত্রে। তার অভিনয় মনে করাবে শশী তারুরের কথা। মঙ্গলবার এই ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সাহেব। মনীষার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Actress Rituparna Sengupta)। সুতির শাড়ি আর জমকালো গয়নায় সেজে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার লেখাকে অবলম্বন করে এই সিনেমা তৈরি হচ্ছে সেই উপন্যাসিক দীপান্বিতা রায়। তিনি জানিয়েছেন গবেষণা করে তিনি বইটি লিখেছিলেন। বইটি একসময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেকি পর্দায় এবার কিভাবে অভিনীত হয় ঋতুপর্ণা কিভাবে আরো ফুটিয়ে তোলেন অভিনয়ের মাধ্যমে তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ