এই মুহূর্তে

আলিপুরে অর্জুন- ক্যামাক স্ট্রিটে তৃণমূল নেতৃত্ব, জোড়াফুলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কলকাতা পৌঁছালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি এসে উপস্থিত হন আলিপুরের একটি অভিজাত হোটেলে। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের পতাকা লাগানো গাড়ি। অন্যদিকে তৃণমূলের যুবরাজ তথা ডায়মণ্ডহারবারের সাংসদের (MP) ক্যামাকস্ট্রিটের কার্যালয়ে আগেই উপস্থিত হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক রফিকুর রহমান। তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢোকে তৃণমূলের এই কার্যালয়ে। 

রবিবার নিজের জন্মদিনের দিন বিকেল হওয়ার একটু আগেই আলিপুরের অভিজাত হোটেলে ঢোকে অর্জুন সিংয়ের কনভয়। এদিন সকাল থেকেই জল্পনাময় ট্যুইট করেন অর্জুন সিং। তা ঘিরে রাজনৈতিক মহল একপ্রকার নিশ্চিত হয়ে যায় জোড়াফুল শিবিরে অর্জুন সিং- এর প্রত্যাবর্তন নিয়ে। তারপরেই সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ। বলেন, একটা কাউন্ট ডাউন শেষ হয়েছে। আরেকটা কাউন্ট ডাউন শুরু হয়েছে। তৃণমূলের প্রথম যাত্রা থেকে তিনি ছিলেন। তারপরেই বলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে, অন্য কে কী বললেন তাতে কিছু আসে যায় না। 

বিজেপি (BJP) প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ছাড়তে চাইছি বা বিজেপি ধরে রাখতে পারেনি তাঁকে, তা বলবে সময়। এখনই তিনি এই নিয়ে মুখ খুলতে চান না বলেও জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, ওনার নামে যা বলার তা বিজেপির কর্মী মহল আর বাংলার মানুষ বলেন, তিনি কিছু বলতে চান না। তারপরেই বলেন, কেন্দ্রীয় পর্যায়ে বৈঠক হয়েছে, এবারে রাজ্য পর্যায়ে হবে।  বিজেপির কেন্দ্র নেতাদের সঙ্গে বৈঠকের পর ফের পুরানো শিবিরেই ফিরতে চলেছেন তিনি, জোর জল্পনা এমনই। 

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে অর্জুন সিংয়ের। তিনি জোড়াফুল শিবিরে যোগ দিতে পারেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে। 

এদিন বিস্ফোরক অর্জুন বলেন, পাটের দাম নিয়ে অনেক সময় দেওয়া হয়েছিল কেন্দ্রকে। আর অপেক্ষা করা সম্ভব নয়। বলেন, বাংলার ভালর জন্যই রবিবার তিনি কলকাতা আসছেন বৈঠকে। সেখানে যা সিদ্ধান্ত হবে, তা জানতে পারবে রাজ্য। উল্লেখ্য, এই জল্পনার মাঝেই আরও জোরদার শুরু হয় দল পরিবর্তনের সম্ভাবনা। টিটাগড় জুড়ে ছেয়ে যায় ফ্লেক্স, ব্যানার।  অর্জুন সিংকে তৃনমূলে স্বাগত জানানো হয়েছে সেই ব্যানারে। তাতে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও জোড়াফুল শিবিরের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

এদিকে, রবিবার ক্যামাকস্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, তাঁদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক। অন্যদিকে, কাশীপুরের এক তৃণমূল নেতা জানান, অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক হবে তৃণমূল নেতাদের। তবে সেই বৈঠক কোথায় হবে, কে কে থাকবেন, তা জানা যায়নি খবর লেখা পর্যন্ত। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর