এই মুহূর্তে

বিজেপি ফেসবুক- হোয়াটসঅ্যাপ পার্টি: অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ফেসবুক- হোয়াটসঅ্যাপ পার্টি। তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন করে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। স্বীকার করে নেন, ভুল বোঝাবুঝির জন্য তিনি বিজেপিতে গিয়েছিলেন। অর্জুন সিং ঘনিষ্ঠরা এদিন দাবি করেন, ভাটপাড়ায় অর্জুন সিং না থাকা মানে বিজেপি (BJP) শূণ্য। ডায়মন্ডহারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে নতুন উদ্যমে দেখা গেল অর্জুন সিংকে। 

তৃণমূলে যোগদান করেই অর্জুন সিং বলেন, বিজেপি মানেই সোশ্যালমিডিয়া নির্ভর দল। এসি রুমে বসে দল করতে চায়। ওটা দল নয়। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করে রাজনীতি করা যায় না। এসি রুমে বসে সংগঠন করা যায় না বলেও বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বলেন, যারা সংগঠন করে, তাঁদের ওই দলে থেকে কাজ করতে অসুবিধা হবে। এদিন তিনি বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাট শিল্প ও শ্রমিকদের নিয়ে ভাবেন। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবেন অর্জুন সিং। বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল অর্জুনকে যা ভূমিকা দেবে, তা তিনি পালন করবেন। শুধু তাই নয় এদিন তিনি আরও বলেন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সেই পদ ত্যাগ করতেও তাঁর অসুবিধা নেই। উপনির্বাচন হলেও তৃণমূলই জয়ী হবে, এই দাবিও করেন অর্জুন সিং।

এদিন তৃণমূলে যোগদান করার আগেই তাঁর বাড়ি ও দলীয় কার্যালয় থেকে খুলে নেওয়া হয় বিজেপির পতাকা। সেখানে লাগানো হয় তৃণমূলের পতাকা। ছিঁড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি। রবিবার প্রথমে ফেসবুকে অর্জুন সিংয়ের গলায় তৃণমূলের গলায় উত্তরীয় দেওয়া ছবি দেখতে পাওয়া যায়। তারপর তাঁর ছবি দেখতে পাওয়া যায় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে একত্রে। অর্জুন বিজেপিতেই থাকছেন, গত শনিবার পর্যন্ত এমনই দাবি করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। তারপর রবিবার সকাল থেকেই অর্জুন বানে বিদ্ধ হয় বিজেপি। বিকেলে ক্যামাকস্ট্রিটে প্রায় একঘন্টা তাঁর সঙ্গে বৈঠক করেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে যোগ দেওয়ানো হয় তৃণমূলে। আর এতেই আবারও বড়সড় ধাক্কা খেল বিজেপি। অক্সিজেন পেল তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাল নির্বাচন কমিশন

বাংলায় বিজেপির প্রথম তালিকার ৫০ শতাংশই ‘দাগি’, দাবি তৃণমূলের

ভোটের মুখে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জওয়ানের চাকরি নিয়ে উঠে গেল প্রশ্ন

গার্ডেনরিচের ঘটনার জেরে একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

গার্ডেনরিচের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল লালবাজার

গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ৯, কলকাতা পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে  শোকজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর