এই মুহূর্তে

গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে

নিজস্ব প্রতিনিধি: এবার গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, কে তাঁকে দিল, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু জেরায় কোনও উপযুক্ত জবাব না মেলায় প্রথমে তাঁকে আটক করেন গোয়েন্দারা। এরপর শনিবার সকালে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার সকালে গ্রেফতার করেছে। শুক্রবারই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ২১ কোটি ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। পাশাপাশি তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২০টি মোবাইল ফোন এবং বেশকিছু বিদেশি মুদ্রা। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ সোনার গহনাও। অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথমে আটক করেন গোয়েন্দারা। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। অর্পিতার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে ইডি। ওই মহিলা তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকার উৎস আড়াল করার চেষ্টা করছেন বলে ইডির গোয়েন্দাদের দাবি। অর্পিতাকে শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এমনকি উদ্ধার হওয়ার টাকার সঙ্গেও তৃণমূলের কোনও সম্পর্ক নেই। দলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেতলার ছাতু ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

বরাহনগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর