এই মুহূর্তে




বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙার ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়




নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙা হয়েছে। আগামীদিনে মাইক্রোফোন দেওয়া হবে কিনা বিরোধীদের সেটা দেখতে হবে। হুমকি দিলেই ভাববেন speaker কেঁপে যাবেন, সেটা হবে না। সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। তিনি বলেন,Marshall সহ দশ জনের মতো আহত হয়েছেন। বিরোধী বিধায়করা সংযত আচরণ করুন। শুভেন্দু শুধু চশমার কথাই বলেছেন। শুভেন্দুর আচরণ অশোভনীয়। তার নিজের পদটা জানা উচিত। সুকান্ত যেখানেই যায় চটি দেখায় দেখেছি। ওদের জিজ্ঞাসা করুন শুভেন্দুর ঘরে চটির রহস্য কি? প্রশ্ন করেন বিধানসভার অধ্যক্ষ।

এদিকে,বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়লেন বিজেপি বিধায়করা। গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির। সোমবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সিঁড়ির সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে।গত সোমবার বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড(Suspend) করা হয়েছিল মনোজ ওঁরাওকে। সেদিন শঙ্কর ঘোষকে সাবধান করা হয়েছিল। কিন্তু সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।

জানা গিয়েছে, সোমবার অধিবেশন চলাকালীন কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অশোক লাহিড়ী। সেই সময় রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই ওই বক্তব্য মোছা হয়েছে। এরপরেই পরিস্থিতির বদল হয়। স্লোগান দিয়ে, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ চেষ্টা করলেও লাভ হয়নি। বিজেপি বিধায়কদের সংযত হওয়ার কথাও বলেন। সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান চলতেই থাকে। তারপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিধানসভার ভেতর মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করার সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল হাতাহাতি হয়। বিজেপি বিধায়ক শংকর ঘোষের(MLA Sankar Ghosh) চশমা ভেঙে যায়। একাধিক নিরাপত্তা রক্ষী আহত হন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ