এই মুহূর্তে




৯ জুন থেকে বিধানসভার অধিবেশন, সেনাকে ধন্যবাদ জানিয়ে আসছে প্রস্তাব




নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ জুন থেকে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। বেশকিছু বিল আসতে পারে। রাজ্যপালের কাছ থেকে একটি বিল এসেছে। আরো একাধিক বিল পেশ করা হবে অধিবেশনে। দুই থেকে আড়াই সপ্তাহ এই অধিবেশন চলতে পারে।সেইসঙ্গে ভারত-পাক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রত্যাঘাত করেছে,তা নিয়ে সেনাবাহিনীকে বিধানসভায় ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay)।তিনি আরো বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ হয়েছে। ওকে ছোটো থেকে দেখেছি, বাড়ির খোঁজ খবর নিয়ে কথা হয় বিধানসভায় আমার কক্ষে।তাপস সাহার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রসঙ্গে স্পিকার বলেন,মারা গেলেন বিধানসভার সদস্য তাপস সাহা। এখন এইসব কিছুর বাইরে চলে গেলেন। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন অধিবেশন(Summer Session) শুরু হবে বিধানসভায়।

অধিবেশনে রাজ্য সরকার একাধিক বিল পেশ করতে চলেছে। রাজ্যপালের কাছে যাওয়া একটি বিল বিধানসভায় আসতে পারে। এছাড়া অনেকগুলো নতুন বিল ফ্রেশ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার ওপর বিস্তারিতভাবে আলোচনা হবে বিধানসভা অধিবেশনে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন। তাই নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হবে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শেষ বাজেট অধিবেশনে উত্তপ্ত হয়েছিল বিধানসভা। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি বিধায়করা। বাজেট অধিবেশনের প্রথম দফায় কাগজ ছিঁড়ে ৩০ দিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ১১ মার্চ ফের উত্তপ্ত হয়েছিল বিধানসভা স্পিকারে একটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় কার্যবিবরণী ছিড়ে প্রতিবাদ জানিয়েছিল বিজেপি বিধায়করা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ