-273ºc,
Friday, 9th June, 2023 2:54 am
নিজস্ব প্রতিনিধি: ‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে জল্পনা ছিল আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে আর হয়ত প্রার্থী হবেন না বিধায়ক অতীন ঘোষ। জল্পনা ছিল হয়ত অতীনের জায়গায় তাঁর কন্যাকে প্রার্থী করে চমক দেবে তৃণমূল। এতে দলের নতুন প্রজন্মের উঠে আসা হবে ও নতুন মুখ পাবে কলকাতা পুরসভা। কিন্তু না তাতে রাজি হলেন না তৃণমূল নেত্রী। আস্থা ও ভরসা রেখেই অতীন ঘোষকে ফের প্রার্থী করল ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে এখনও প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নি। কিন্তু সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন অতীন ঘোষ প্রার্থী হচ্ছেন।
আর দলের এই ভরসার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক অতীন ঘোষ। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘দায়িত্ব নিয়ে কাজ করেছি নিজের এলাকায়। ৩৫ বছর ধরে মানুষের সেবা করছি। আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কাজ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। পুরসভায় মানুষকে সরাসরি পরিষেবা দেওয়ার মধ্যে আলাদা তৃপ্তি রয়েছে। সবাই দেখেছে, রোদ-জল-বৃষ্টিতে রাস্তায় নেমে কাজ করেছি আমি। এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বস্তির শৌচালয়গুলিকে রক্ষণাবেক্ষণের কাজ করেছি। এক মাত্র আমার ওয়ার্ডেই শৌচালয়ে ২৪ ঘণ্টা জল পাওয়া যায়।’
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশীপুর-বেলগাছিয়া থেকে প্রার্থী করেছিলেন অতীন ঘোষকে। ভোটে জিতে কাজ শুরু করেছেন বিধায়ক হিসেবে। এবার ফের কাউন্সিলারের টিকিটে প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ। সেই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘এ বার আমার লক্ষ্য, বস্তির মানুষের মানসিকতা বদলানো। রাজ্য সরকারের ‘আমার বাড়ি’ প্রকল্পের আওতায় তাঁদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা। এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগও নিয়ে আসতে চাই।’