-273ºc,
Friday, 2nd June, 2023 8:28 pm
নিজস্ব প্রতিনিধি: পুরভোটকে কেন্দ্র করে গোটা কলকাতা শহর বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার ও পোস্টারে ভরে গিয়েছে। চারদিকে সেই ছবি তুলে ধরে পরিবেশ আন্দোলনের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তাঁরা আশঙ্কা করছেন রাজনৈতিক ব্যানারে দৃশ্য দূষণ এবং পরবর্তী সময়ে এই সমস্ত আবর্জনা থেকে পরিবেশ দূষণের। সাধারণ মানুষও চাইছেন ভোট মিটতেই যেন রাজনৈতিক দলগুলি তাঁদের প্রচার সামগ্রী সরিয়ে দেয়। কিন্তু কে শোনে কার কথা! ভোটের ফল বেরিয়ে গেলেও কলকাতার বিভিন্ন অংশে রয়ে গিয়েছে শাসকদল, বিরোধী দলের প্রচারের ব্যানার, পোস্টার ও ফ্লেক্স। তবে কলকাতার হাতিবাগান এলাকায় দেখা গেল অন্য ছবি।
বুধবার কলকাতা পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর অতীন ঘোষ। যিনি বিদায়ী বোর্ডের ডেপুটি মেয়র ছিলেন। এবার তিনি নিজে রাস্তায় নেমে তাঁর ওয়ার্ডের ব্যানার-পোস্টার সরানোর কাজে হাত লাগালেন। এবং তা ফল ঘোষণার পরদিনই। বুধবার দুপুরে অতীন ঘোষকে দেখা গেল রাস্তায় নেমে এলাকার অলিগলিতে লাগানো ফ্লেক্স ব্যানার পতাকা খোলার কাজ শুরু করেছেন। এদিন তিনি মোহনবাগান লেন থেকে এই কাজ শুরু করেন দলীয় কর্মীদের নিয়ে।
অতীন ঘোষ জানিয়েছেন, আমি নিজে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে দেখেছি মানুষ দেখতে পারছেন না কিছু। বড় বড় পতাকা, ফ্লেক্স, ব্যানারে ঢেকে গিয়েছে এলাকা। তাই সকলেরই অসুবিধা হচ্ছে। দলীয় কর্মীদের দ্রুত সমস্ত প্রচার সামগ্রী খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম কাল রাতেই। আজ থেকে আমি নিজেই শুরু করলাম। দ্রুততার সঙ্গে প্রতিটি পাড়ায় খোলা হবে ফ্লেক্স-ব্যানার। এমনকি আমার বিধানসভা এলাকায় বেলগাছিয়া কাশীপুরে খোলা হবে। তিনি আরও জানান, এই সমস্ত আবর্জনা ধাপায় যেখানে বর্জ্য পৃথকীকরণ হয় সেখানে ফেলা হবে। যাতে এই আবর্জনা গুলি পরিবেশকে কোনওভাবে নষ্ট না করতে পারে বা পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। আমি নিজে এই উদ্যোগ নিয়ে শুরু করলাম এবার বাকিরাও করবে বলে আশা করছি।