এই মুহূর্তে

নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় হামলা, সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠল। বন্দুকের বাট দিয়ে এক যুবককে মারধর করার অভিযোগ। সোমবার গভীর রাতে এই বিষয়কে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ বাধে নারকেলডাঙার কসাইবস্তি এলাকায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ বেশ কয়েকজনকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারকেলডাঙার কসাইবস্তি এলাকার বাসিন্দাদের বেশ কয়েকমাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক ভাবে বেশি আসছিল। বারবার একই ঘটনা ঘটতে থকায় অবশেষে কারণ খুঁজতে তৎপর হন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে মহম্মদ শাহিদ নামে এলাকারই এক বাসিন্দা। মহম্মদ শাহিদের বিরুদ্ধে আগে থেকেই বিদ্যুৎ চুরির অভিযোগ ছিল। স্থানীয়দের সন্দেহ সেই-ই এই কাণ্ড ঘটাচ্ছে। এর পর গোটা ঘটনা জানিয়ে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা সিইএসসি-তে অভিযোগ জানানো হয়। মহম্মদ ওয়াসিম নামে এলাকার বাসিন্দা সিইএসসি-তে অভিযোগ জানান। আর এর পর থেকে শুরু হয় সমস্যার।

অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর সোমবার রাতে ওয়াসিমের উপর চড়াও হয় মহম্মদ শাহিদ ও তার দলবল। ওয়াসিমকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরে বন্দুকের বাট দিয়ে ওয়াসিমকে  মারধর করা হয়। এর পর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বচসা ও হামলা থামে। বেশকিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদ এবং আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে এদিন বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য ওভিযুক্ত শাহিদের নামে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর