এই মুহূর্তে




বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

Courtesy - Facebook




নিজস্ব প্রতিনিধি: বদ অভ্যাসের শিকড় অনেক গভীরে। শুধু জরিমানা আদায় করলেই যে স্বভাব বদলে যাবে এমনতা মোটেও মনে করেন না রেলকর্তারা। কেননা কথায় বলে, স্বভাব যায় না মলেও। মানে মারা গেলেও মৃত ব্যক্তির স্বভাব কোনওদিনই বদলায় না। ৮ বছরে তার যে স্বভাব থাকে ৮০ বছরেও তা একই থাকে। তা বলে কী দেশ পরিষ্কার থাকবে না। অবশ্যই থাকবে। আর সেই জন্যই তো অভিযান শুরু হয়েছে। সেই অভিযানেরই Tagline, ‘বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের(Eastern Railway)’। বুঝলেন না তো! আচ্ছে চলুন তালে খুলেই বলি ব্যাপারটা ঠিক কী! কলকাতা তো বটেই দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদা স্টেশন(Sealdah Station) পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন রেলরক্ষীরা। আর তাতেই রেলের কোষাগারে জমা পড়েছে ২২ লক্ষ টাকারও(Rail Gain 22 Lakhs Rupees) বেশি।

আরও পড়ুন, মহিষাদলের কৃষি উন্নয়ন সমিতিতে ৩ কোটি টাকার তছরুপ, কার্যালয়ে গ্রাহকদের বিক্ষোভ

জানা গিয়েছে, গত ৩৭ দিন ধরে শিয়ালদা স্টেশন চত্বরে ‘বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের’ Tagline দিয়ে সাফাই অভিযানে নেমেছিলেন রেলের রক্ষীরা। আর সেই সূত্রেই ধূমপায়ী এবং যেখানে-সেখানে আবর্জনা ও থুতু ফেলার পাবলিকদের কাছ থেকে জরিমানা বাবদ ২২ লক্ষ ৩৪ হাজার টাকারও বেশি আদায় হয়েছে যা রেলের কোষাগারে জমা পড়েছে এবং তা রেলের পরিকাঠামোর উন্নয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৪ জুলাই থেকে ৩১ অগস্ট পর্যন্ত ৩৭ দিন অভিযান চালিয়ে বিপুল সাফল্য এসেছে শিয়ালদা স্টেশনে। ওই ৩৭ দিনে স্টেশন চত্বরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন ৫ হাজার ৫৬৯ জন। তাঁদের থেকে জরিমানা বাবদ ১১ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। অন্য দিকে যেখানে-সেখানে থুতু ফেলা অথবা আবর্জনা ফেলার অভিযোগে চিহ্নিত করা হয়েছে ৭ হাজার ৮৯৮ জনকে। তাঁদের থেকে আদায় করা হয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন, সন্দীক ঘোষকে Show Cause Notice ধরালো রাজ্য মেডিকেল কাউন্সিল

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, স্টেশন চত্বরে ধূমপান করা বা যত্রতত্র থুতু ফেলা অথবা জঞ্জাল ফেলার অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না কিছু রেলযাত্রী। তাঁদের পুরোনো অভ্যাস ছাড়াতে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যস্ত স্টেশনে লাগাতার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল যাত্রীদের কাছে আবেদন করেছে, নিয়মকে সম্মান জানিয়ে রেলভ্রমণের করুন। স্টেশন চত্বরে বদ অভ্যাস বর্জন করুন। কিন্তু শুনছে কে? বদ অভ্যাসের শিকড়ও অনেকটা গভীরে। তাই জরিমানার করার সংস্থান অনেক পুরোনো হলেও তাতে গা দিচ্ছিলেন না কেউই। সেই শীত ঘুম ভাঙাতেই অভিযানের সিদ্ধান্ত। অভিযানের সময়ে দোষীদের কাছ থেকে জরিমানা আদায় করা বাবদ মানি ভ্যালু রিসিট দেওয়া হচ্ছে। ওই রসিদ অনুযায়ী জরিমানার সর্বোচ্চ পরিমাণ ৫০০ টাকা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৈঠকে বনসলের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানালেন বিজেপি বিধায়করা

চিন্ময় প্রভুকে নিয়ে ইসকনের পাশে দাঁড়াতে চায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর

ফের ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড মেট্রো ষ্টেশনে আত্মহত্যার চেষ্টা , ব্যাহত পরিষেবা

বাংলা শিক্ষার প্রাধান্য অবশ্যই দিতে হবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সেট পরীক্ষার জন্য রবিবাসরীয় সকালে ছুটবে মেট্রো, জানুন সময়সূচি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর