এই মুহূর্তে




বিধানসভায় বাদল অধিবেশন শুরু, মঙ্গলে পহেলগাঁও প্রস্তাব




নিজস্ব প্রতিনিধি : শুরু বিধানসভার বাদল অধিবেশন। সোমবার থেকেই বাদল অধিবেশন শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে এই অধিবেশন চলবে। প্রথম দিন শোকপ্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার পূর্ণাঙ্গ অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। অধিবেশনের দ্বিতীয় দিনে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে অধিবেশনে। আলোচনার সময়সীমাও নির্ধারিত হয়েছে। এই আলোচনার জন্য ২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই আলোচনায় অংশ নেওয়ার কথা তৃণমূল ও বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আলোচনায় অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।

পহেলগাঁও হামলা নিয়ে প্রতিনিধি দল বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জিরো টলারেন্স ও অপেরেশন সিঁদুর নিয়ে বক্তব্য পেশ করেছে। বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে বিরোধীরা আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনে এই বিষয় নিয়ে প্রস্তাব আনতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবারের এই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির থাকতে পারেন। বলা হয়েছে, পহেলগাঁও হামলার বিষয় নিয়ে পরবর্তী সময়ে কী কী হয়েছে সব নিয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তাই একাধিক জরুরি বিষয়কে সামনে রেখেই মঙ্গলবার অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে সরকার।

বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জানিয়েছেন, বিধানসভায় বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। পহেলগাঁও হামলা নিয়ে প্রস্তাব সেখানে আনা হবে। সেই বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে। বিরোধীদেরও এই আলোচনায় অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

বিধানসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিজেপি সেখানে হাজির না থাকলেও উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওই অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিজেপি। এই অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে খুন ,মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ

গঙ্গার নিচে সিগন্যাল সমস্যার দরুণ টানেলে মেট্রো থমকাল, ঘাবড়ে গেলেন যাত্রীরা

চাঁচলে পাটক্ষেত থেকে মহিলার বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধার

বহরমপুরে ঘর জামাইয়ের হাঁসুয়ার কোপে খুন হলেন শাশুড়ি, এলাকায় উত্তেজনা

নিউটাউনে টিসিএসের ভবনের অনুমোদন, ২৫ হাজার কর্মসংস্থান হবে, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ