27ºc, Haze
Friday, 24th March, 2023 9:37 pm
নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার বাগবাজারের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষের উদ্যোগে ১২জন কন্যার বিবাহ সম্পন্ন হল বাগবাজার স্ট্রিটের ওপর।অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র (Madan Mitra) ,অতীন ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা ও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিত্বরা। এদিন ১২ জন কন্যার বিবাহের পাশাপাশি তাদের উপহার সামগ্রী ছিল দেখবার মতো। খাট ,বিছানা, বাসনপত্র আলমারি, সাইকেল তো ছিলই ,সেই সাথে বিবাহ উপলক্ষে আশা মানুষজনের জন্য ছিল পেটপুরে রাতের ও সন্ধ্যার খাওয়া-দাওয়া বন্দোবস্ত।
এই বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি এলাকার বিধায়িকা শশী পাঁজা উপস্থিত থেকে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন। মাত্র ১৫০ টাকার বিনিময় মুমূর্ষু রোগীদের এলাকার সাধারণ মানুষজন এই অ্যাম্বুলেন্স (Ambulance) এর মাধ্যমে নিয়ে যেতে পারবে হাসপাতালে। এই গণবিবাহের উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ (Bapi Ghosh) জানান ,এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সমাজকে এই বার্তাই দিতে চান ,বিবাহের পূর্বে পাত্র পাত্রীর কুষ্টি বিচার করুন, কিন্তু তার সাথে উভয়ের থ্যালাসেমিয়া নির্ণায়ক পরীক্ষা করুন অবশ্যই।
এদিন এই গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক (MLA) মদন মিত্র কেন্দ্রীয় এজেন্সি নিয়ে খুব উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। মদন মিত্র বলেন মামা বলে গণ লুঠ, অথবা গণধর্ষণ ছিল ।কিন্তু এখন তৃণমূলের জমানায় কাউন্সিলর বাপি ঘোষেদের উদ্যোগে গণবিবাহ ,গণসম্মান এই ধরনের কর্মসূচি সমাজকে আলাদা রূপ দিয়েছে।