এই মুহূর্তে

গ্রামের রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি, নবান্নে জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গ্রামীণ এলাকায় নিত্যাবশ্যক পণ্য ছাড়া অন্য কোনও পণ্যবাহী ভারী যান চলবে না। আজ সোমবার (৯ ডিসেম্বর)নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পণ্যবাহী ভারী যানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন নবান্নে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, সেচ, নগরোন্নয়ন, পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেন  মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। বৈঠকে বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জল জীবন মিশন ও পথশ্রী নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে রাজ্য সরকার নিজেদের অর্থে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করতে জানিয়ে তিনি বলেন, ‘গ্রামীণ এলাকায় রাস্তা তৈরির জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা সত্বেও পথশ্রী প্রকল্পে ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। কিন্তু সেই রাস্তায় বড়-বড় ভারী গাড়ি ঢুকছে। ফলে রাস্তা ভাঙছে। বেহাল দশা হচ্ছে। এখন থেকে গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না। শুধুমাত্র সার, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হবে। তার পরেও যদি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি ঢোকে, তাহলে পুলিশের মাইনে কাটা যাবে। কোনও রাজনৈতিক নেতার গাড়ি হলেও ছাড়া হবে না।’

শুধু বড় গাড়ির জন্য নয়, অনেক ক্ষেত্রে জলের পাইপ বসানোর সময়ও রাস্তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি টেলিকম সংস্থাগুলোর কেবল বসাতে গিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। ফলে নতুন তৈরি রাস্তা ভেঙে যাচ্ছে। ওই সমস্যার সুরাহায় মুখ্যমন্ত্রী এদিন দাওয়াই দিয়েছেন, ‘কোনও বিভাগের কাজের জন্য রাস্তা ভাঙা হলে তা সারিয়ে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের। এখন থেকে তা হবে না। যে দফতর বা সংস্থা দায়িত্ব পালন করা হবে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালেই মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মৃত্যু এক কর্মীর

বঙ্গে উষ্ণতম মকর সংক্রান্তি, কবে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

দুই সন্দেহভাজন বাংলাদেশিসহ এক ভারতীয়কে গ্রেফতার করল সুতি থানার পুলিশ

মালদহে অসমের আইডি ব্যবহার করে জাল আধার কার্ড তৈরীর চক্রের হদিশ

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড: ‘রিঙ্গার্স ল্যাকটেট’ ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের

২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন শিয়ালদহ – ডানকুনি শাখায় একাধিক ট্রেন পরিষেবা বন্ধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর