এই মুহূর্তে

আব্বাসের গ্রেফতারি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ‘বাংলা পক্ষ’র

নিজস্ব প্রতিনিধি: আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল ‘বাংলা পক্ষ’। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকেও। ওই চিঠিতে বাংলা পক্ষের তরফে বলা হয়েছে, ‘দুর্গাপূজোকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ তা থেকে সুরক্ষিত আছে। এখানকার বাঙালি নিজেদের অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখতে সক্ষম হয়েছে ধর্ম নির্বিশেষে। বিগত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ আমরা পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের বিষয়কে টেনে এনে এই বাংলার মাটিকেও অশান্ত করার অপচেষ্টা হচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ‍্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো বার্তায় দেখা যাচ্ছে, মৌলবাদী রাজনীতিবিদ তথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তীব্র আক্রমণাত্মক সাম্প্রদায়িক বক্তব‍্য রাখছেন। আব্বাসের মতো মৌলবাদীরা ধর্মীয় মৌলবাদীদের ভিত মজবুত করছে। আপনার কাছে বিনীত আবেদন অবিলম্বে এঁদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা অবলম্বন করুন। কেউ ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি ছড়ালে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

বাংলা পক্ষ যখন আব্বাসকে গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিচ্ছে ঠিক তখনই নিজেকে বাঁচাতে আব্বাস এদিন লিখিত বিবৃতি জারি করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘কোনও প্রকৃত ধার্মিক অন্যের ধর্মকে ঘৃণা করে না। কারণ, প্রকৃত ধর্ম অধর্মের শিক্ষা দেয় না এবং সমস্ত অপকর্ম বর্জনের শিক্ষা দেয়। সমস্ত ধর্মই সহিষ্ণুতার শিক্ষা দেয় বলে আমি বিশ্বাস করি। যে বা যারা বাংলাদেশে এই কাজ করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই।’ যদিও রাজ্যবাসীর একটা বড় অংশই অভিযোগ তুলেছেন যে আব্বাস হাওড়া জেলার বাগনানে শনিবার যে জ্বালাময়ী বক্তব্য রেখেছেন সেখানে কার্যত গ্রাম বাংলার বুকে দাঙ্গা বাঁধানোর বার্তা দিয়েছেন তিনি। গ্রামে গ্রামে তার জন্য আবার ইউনিট খোলার কথাও বলেছেন। পরামর্শ দিয়েছেন, কয়েকজনে মিলে বিক্ষিপ্ত ভাবে না ঝাঁপিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে। আব্বাসের এই বক্তব্য ঘিরেই এখন শোরগোল পড়েছে বাংলায়।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর