এই মুহূর্তে




উৎসবের মরশুমে দেদার ব্যাঙ্ক প্রতারণা, কিভাবে পাতা হচ্ছে ফাঁদ!

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে প্রতারণার ফাঁদ পেতেছিল স্ক্যামাররা(Banking Scam)। আর সেই ফাঁদে পা দিতেই সর্বস্বান্ত হলেন বেহালার(Behala) এক প্রবীণ দম্পতি। উভয়ের শরীরেই বাসা বেঁধেছে বয়সজনিত রোগ। একজনের ডায়ালিসিস চলছে, অপরজন চোখে ভালো দেখতে পান না। তবু শখ ছিল এবারের দুর্গাপুজোয় একসঙ্গে ঠাকুর দেখতে বের হবেন। তাঁদের এই ইচ্ছের নেপথ্যে ছিল এক ভুয়ো গ্যাং। এক জনপ্রিয় সংস্থার নাম ভাঁড়িয়ে তাঁরা ফোন করে ওই দম্পতিকে এবং জানায় তাঁদের সংস্থার পক্ষ থেকে এবছর প্রবীণ নাগরিকদের জন্য দুর্গা প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে(Fake Festival Offer)। সামান্য কিছু অর্থের বিনিময়ে এই সুবিধা মিলবে বলেও জানায় ওই ভুয়ো গ্যাং। এরপর যাবতীয় ব্যাঙ্কিং তথ্য ওই দম্পতির থেকে আদায় করে তাঁদের অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা তুলে নেয় ওই ভুয়ো গ্যাং(Fraud Case)।

আরও পড়ুনঃ শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, বিস্ফোরক দাবি বাংলাদেশের রাষ্ট্রপতির

বৃদ্ধ জানান, ছেলেরা তাঁদের দেখাশোনা করে না, খোঁজখবরও রাখে না। নিজস্ব পেনশনের টাকাতেই তাঁদের সংসার চলে। এমতাবস্থায় পুজোর ঠিক আগে ফোন করে বলা হয়েছিল, ঠাকুর দেখাতে দু’জনের জন্য বুকিং বাবদ ১৫০০ টাকা দিতে হবে। এর জন্য একটা মোবাইল অ্যাপ ফোনে নামিয়ে ফর্ম পূরণ করতে হবে। আর সেটা করার কয়েক মুহূর্তেই সব টাকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যায়। বলতে বলতেই কান্নায় গলা ভিজে আসে বৃদ্ধের।

যদিও এই ঘটনা নতুন নয়। পুজোর মধ্যে শহরের একাধিক প্রবীণ নাগরিক এহেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন, দাবি পুলিশের। বিশেষত, যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদেরকেই বেশি নিশানা করা হচ্ছে। এমনই এক প্রতারণার কথা জানালেন বেলেঘাটার বাসিন্দা এক প্রৌঢ়। তাঁর দাবি, বহু দিন আগে তাঁর করা একটি ফিক্সড ডিপোজিটের সময় শেষ হয় পুজোর ঠিক আগে। এরপরই স্ক্যামারদের তরফ থেকে তাঁর কাছে ফোন আসে। এরপর তাঁর ছেলের নাম করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় গোপন তথ্য জেনে নিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ স্ত্রীর, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী

পুলিশের দাবি, প্রায়শই এই ধরণের অভিযোগ নিয়ে ছুটে আসছেন একাধিক প্রবীণ ব্যক্তি। লালবাজার সাইবার ক্রাইম বিভাগের এক কর্তা বলেন, ‘দেখা যাচ্ছে, বয়স্করাই মূলত এই মুহূর্তে সাইবার প্রতারকদের নিশানায় রয়েছেন। তাই সকলকে অনুরোধ অচেনা কোনও নম্বরে ফোন এলে সেই ফাঁদে পা দেবেন না। ফোনের ওপারে থাকা ব্যক্তিদের ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও তথ্য দেবেন না। প্রয়োজনে নিজের ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করুন। সামনে দীপাবলি আসছে। স্ক্যামাররা আবারও নতুন নতুন ফাঁদ পাতবে। কিন্তু নিজেকে সচেতন থাকতে হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোদপুরের বাড়িতে গিয়ে আরজি করের নিহত পড়ুয়ার বাবার হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন স্বাস্থ্য সচিব.

সুনীতা উইলিয়ামসের নাম বলতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন শুভেন্দু

তথ্য কমিশনের দুই সদস্যের নাম চূড়ান্ত হল, এলেন ডি জি রাজীব কুমারের স্ত্রী ও প্রাক্তন সাংসদ

‘আমরাও চাই আরজি করের নির্যাতিতা যথাযথ বিচার পাক’, বিধানসভায় বললেন মমতা

ভয়ঙ্কর ঘটনা, নিউটাউনের ছ’তলা থেকে ‘ঝাঁপ’ দিয়ে আত্মহত্যার চেষ্টা তথ্যপ্রযুক্তি কর্মীর

বৃহস্পতিবার থেকে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ,কমলা সর্তকতা জারি কলকাতা সহ একাধিক জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর