এই মুহূর্তে

Sector 5-এ পাঁচতলা বাড়িতে বঙ্গ বিজেপির নয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: অতীব শুভ। তারপরেও তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতৃত্ব। বিজেপির আদিপুরুষ তথা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়(Syama Prasad Mukherjee) একসময় বসতেন মধ্য কলকাতার(Central Kolkata) মুরলিধর সেন লেনের(Muralidhar Sen Lane) বাড়িতে। পরে সেই বাড়িই রাজ্য বিজেপির কার্যালয় হয়ে ওঠে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার মাটি থেকে ১৮জন সাংসদ পায় বিজেপি। কার্যত সেই সময় থেকেই বাংলার মাটিতে কলেবরে বাড়তে থাকে পদ্মপার্টি। তার জেরে ভিড় বাড়তে থাকে রাজ্য কার্যালয়েও। সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির কার্যালয় অন্য কোনও বাড়িতে সরিয়ে নেওয়া হবে। এতদিনে সেই কাজ হতে চলেছে। সল্টলেকে(Saltlake) Sector 5-এ চলে আসছে বঙ্গ বিজেপির কার্যালয়। মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের কাছেই উইপ্রো মোড়ের কাছে ৫ তলা নতুন দফতর তৈরি হচ্ছে যার বেশিটাই নতুন করে বানানো। সেখানেই আগামী ১০ মার্চ চলে যাচ্ছে বঙ্গ বিজেপির কার্যালয়।  

আরও পড়ুন মমতার মাস্টারস্ট্রোক, বাংলার হয়ে বার্লিনে নন্দিনী

মুরলিধর সেন লেনের বাড়ি বঙ্গ বিজেপির কাছে খুবই পয়া বাড়ি। তাই সেই বাড়ি থেকে রাজ্য কার্যালয় সরিয়ে নিলেও তা পুরোপুরি ছেড়ে দেওয়া হচ্ছে না। পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে, মুরলিধর সেন লেনই খাতায়কলমে দলের রাজ্য দফতর থাকছে। কিন্তু যেহেতু ওই বাড়ি থেকে আর দল চালানো সম্ভব হচ্ছে স্থানাভাবের জন্য তাই সল্টলেকে নতুন বাড়ি ভাড়া নিয়ে তা সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। নিউ টাউন এলাকাতেও জমি কিনে দলের বড় দফতর বানানোর প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই বাড়ি সম্পূর্ণ ভাবে তৈরি না হওয়া পর্যন্ত সল্টলেকের এই বাড়ি থেকেই বঙ্গ বিজেপি চালানো হবে। এর আগে একুশের বিধানসভা নির্বাচনেও ঢাক ঢোল পিটিয়ে দক্ষিণ কলকাতার হেস্টিংসে আলাদা দফতর বানিয়েছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে এ বার এখনও পর্যন্ত বিজেপির যা পরিকল্পনা তাতে রাজ্য নেতারাই শুধু থাকবেন গৃহপ্রবেশে। কেন্দ্রের কেউ আসছেন না।

আরও পড়ুন সাড়ে ৬টাকা কেজি দরে আলু কিনবে মমতার সরকার

ইতিমধ্যেই হেস্টিংস থেকে যাবতীয় আসবাব চলে এসেছে সেখানে। কিছু কিছু জিনিস গিয়েছে মুরলিধর থেকেও। এর জেরে মুরলিধরের দফতরের গুরুত্ব অনেকটাই কমে যাবে। প্রধান নেতাদের বসার জায়গা সবই হবে সেক্টর ফাইভে। সব ঠিক থাকলে ফাল্গুনের কৃষ্ণা তৃতীয়া অর্থাৎ আগামী ১০ মার্চ সল্টলেকের সেক্টর ফাইভে চলে যাবে বঙ্গ বিজেপির সদর দফতর। তবে এই ঘটনায় বঙ্গ বিজেপির নেতা থেকে কর্মীদের মধ্যে বেশ আশঙ্কা ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, মুরলিধর সেন লেনের বাড়ি থেকেই বিজেপি বাংলার মাটিতে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল ২০১৯ এর নির্বাচনে। কিন্তু একুশের নির্বাচনে দল চলে গিয়েছিল হেস্টিংসের বাড়িতে। সেই নির্বাচনে দল মুখ থুবড়ে পড়েছিল। এবার পঞ্চায়েত নির্বাচনের মুখে আরভও একবার বাসা বদল। তাহলে কী পঞ্চায়েতেও মুখ থুবড়ে পড়ার ভয় পাচ্ছেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা! উত্তর আপাতত অজানা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর