এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অ্যাপ দিয়ে দল চলে? প্রশ্ন বিজেপিরই অন্দরে, হাসছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: দলের দুর্দিনে দলকে আরও বেশি করে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। আরও বেশি করে আন্দোলনমুখী হতে হয়। আরও বেশি বেশি করে নানা ইস্যুতে সরব হতে হয়। অন্তত ভারতের রাজনীতির চরিত্র সেই কথাই বলে। অথচ বাংলার বুকে বিজেপি(Bengal BJP) চলেছে তার উল্টো পথে। রাস্তা থেকে উধাও হয়ে তাঁরা এখন বন্দি হচ্ছে অ্যাপে(App)। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় যেমন খোদ বঙ্গ বিজেপির অন্দরে প্রশ্ন উঠে গিয়েছে তেমনি গেরুয়া পার্টির এহেন কম্মে হাসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। হাসছেন বাম(Left)-কংগ্রেসের(Congress) নেতারাও। সব থেকে বড় কথা, দলের একের পর এক নেতা যখন বিজেপি ছাড়ছে, বিদ্রোহ করছে, দল একের পর এক ভোটে গোহারান হারছে এবং সর্বোপরি খোদ আরএসএসের রিপোর্টে যখন আগাম বিপর্যয়ের আভাস ফুটে উঠছে তখন এই বিপরীত কম্মে কার্যত অবাক ওয়াকিবহাল মহলও।

বঙ্গ বিজেপিতে বুথশক্তিকরণ কর্মসূচি শুরু হয়েছে। আর সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় রাজ্য বিজেপি সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেননের হাত ধরে চালু হয়েছে একটি অ্যাপ। সেই অ্যাপে থাকছে বুথে বুথে বিজেপির সামাজিক বিন্যাস, বুথ সভাপতির নাম-ফোন নম্বর ও কর্মসূচি গ্রহণের যাবতীয় তথ্য। কিন্তু কেন এই অ্যাপ চালু হল? বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য নেতাদের ওপর আস্থা হারিয়েই এই অ্যাপ চালু করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কেননা বেশ কয়েকবছর ধরে বঙ্গ বিজেপির নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে দলের নিচুতলার সংগঠন ও কার্যকলাপ নিয়ে যে সব তথ্য দিয়েছে তার অধিকাংশই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। আর তাতেই বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর থেকে আস্থা হারিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু বাংলা নিয়ে হাল ছাড়তে নারাজ তাঁরা। সেই কারণেই এবার তাঁরা জোর দিয়েছেন বুথশক্তিকরণ কর্মসূচির ওপরে। সেই কারণেই বাংলার প্রতিটি বুথ স্তরের সংগঠন খতিয়ে দেখতে এই অ্যাপের হাত ধরেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কার্যত দিল্লিতে বসেই বাংলার বুথে বুথে দলের সংগঠনের ওপর নজরদারির জন্যই এই অ্যাপের সূচনা ঘটানো হয়েছে।

কিন্তু দলের অন্দরেই এখন প্রশ্ন উঠেছে, খোদ বাংলার মানুষই যখন বিজেপির দিক থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছে, দলের বিশ্বাসযোগ্যতা-গ্রহণযোগ্যতা-জনপ্রিয়তা যখন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে তখন দলকে অ্যাপমুখী করে তুলে আখেরে ঠিক কতটা লাভ হবে? মানুষই যদি বিজেপিকে না চায় তাহলে এই অ্যাপ চালু করে কী হবে? ঘটনার জেরে এখন রীতিমত হাসছে তৃণমূল সহ বাম ও বিজেপির নেতারা। কেননা এর আগে কেউ কোনওদিন শোনেননি অ্যাপ দিয়ে কোনও রাজনৈতিক দলকে চালানো হচ্ছে। এই অ্যাপ চালু করে বঙ্গ বিজেপির প্রতিটি ভোটে হারের ধারাবাহিকতা কাটানো যাবে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তাঁদের তেমনি প্রশ্ন রয়েছে বিজেপির বর্তমান শনির দশা কাটানো যাবে কিনা তা নিয়েও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর