এই মুহূর্তে




ছোটদের ডায়াবেটিস চিকিৎসায় নয়া দৃষ্টান্ত, বিশ্বমঞ্চে সম্মানিত এসএসকেএমের চিকি‍ৎসক




নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে ডায়াবেটিস অত্যন্ত গুরুতর সমস্যা। শুধু প্রাপ্তবয়স্করাই নয়, শিশুদের মধ্যেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রোগ। ছোটদের ডায়াবেটিস চিকিৎসায় আগেই পথ দেখিয়েছিল বাংলা। এবার বিশ্বমঞ্চকেও আলো দেখাচ্ছে বাংলা। আগেই  এই চিকিৎসার পথ বাতলে দেশে সুনাম কুড়িয়েছিলেন চিকিৎসক সুজয় ঘোষ। এসএসকেএম-র এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ তিনি। দেশের পর তাঁর এই চিকিৎসার জন্য সম্মানিত হতে চলেছেন আন্তর্জাতিকস্তরে।

এসএসকেএম-র এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ সুজয় ঘোষ ‘ইসপাড-২০২৫’ পুরস্কার পাচ্ছেন। বিশ্বের শতাধিক চিকিৎসকের মনোনয়ন জমা পড়েছিল এই পুরস্কারের জন্য। তাঁদের সকলকে পিছনে ফেলে পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন বাংলার সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার। তাঁর মডেলের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক মঞ্চ।

‘ইসপাড’ পুরস্কার কী? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবিটিস। এরা বছরভর গোটা বিশ্বে ছোটদের ডায়াবেটিস নিয়ে কাজ করেন। চিকিৎসক সুজয় ঘোষের চিকিৎসার মডেলের তাঁরা আপ্লুত। টাইপ-১ ডায়াবিটিস প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য পুরস্কার নিতে আগামী নভেম্বরে কানাডার মন্ট্রিলে যাবেন তিনি।

প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াবেটিস সেন্টার ছিল। কিন্তু এখন এই রোগে আক্রান্ত হচ্ছে ছোটরাও। সেদিকে খেয়াল রেখে পরীক্ষামূলকভাবে এসএসকেএমে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালু করেছিলেন চিকিৎসক সুজয় ঘোষ। সাফল্য আসতেই রাজ্যে ধীরে ধীরে তা সম্প্রসারণ হয়। রাজ্যের এই প্রজেক্টকে স্বীকৃতি দেয় কেন্দ্র সরকারও। বাংলার গণ্ডি টপকে দেশের প্রায় ১৩ লক্ষ ডায়াবিটিস আক্রান্ত শিশুকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। গোটা দেশে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের ডায়াবেটিস নিয়ে চিকিৎসা ব্যবস্থার মডেল শুরু করে দেশের পর এবার বিশ্বজয়ের পথে এই বাঙালি চিকিৎসক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

‘বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে’, ‘পদ্মরাজ্যে’ বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব মমতা

সল্টলেকের এফ ডি ব্লকে নির্জন রাস্তায় তথ্য ও প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানি, ধৃত ১ যুবক

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ