এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতার পাশেই দমদমের বিকল্প বিমানবন্দর! উদ্যোগী রাজ্য

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে কেন্দ্রের প্রস্তাবে সুর মেলালো রাজ্য সরকার। দমদমে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ওপরে চাপ কমাতে কলকাতার পাশেই কোথাও বিকল্প বিমানবন্দর গড়ে তোলার যে প্রস্তাব কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তাতে এবার শিলমোহর দিতে চলেছে নবান্ন। দমদমের বিকল্প তথা বাংলার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর গড়ে তোলার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় জমি খোঁজার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এক চিঠিতে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশে দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেইমতো জমি খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

দেশের মধ্যে মহানগরগুলি থেকে দেশের অনান্য শহরে যাওয়ার বিমানের সংখ্যা গত এক দশকে অনেকটাই বেড়েছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে যাত্রীসংখ্যাও। এই অবস্থায় দেশের বড় শহরগুলিতে বিমানবন্দরের যাত্রী ভিড় ও বিমানের চাপ কমাতে পাশেই বিকল্প এক বিমানবন্দর গড়ে তোলার কাজ শুরু করেছে কেন্দ্র সরকার। তবে শর্ত হিসাবে থাকছে ওই বিকল্প বিমানবন্দর হতে হবে মূল বিমানবন্দরের ৪০কিমির মধ্যেই। যাতে যাত্রীদের এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে যেতে বেশি সময় না লাগে। অনান্য রাজ্যে এই বিকল্প বিমানবন্দর গড়ে তুলতে কোনও সমস্যা হয়নি। কিন্তু বাংলার ক্ষেত্রে কলকাতার ৪০কিমির মধ্যে একলপ্তে প্রায় ৬ হাজার একর জমি খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। তার ওপর রাজ্য সরকারের নীতিই হল জমি অধিগ্রহণ না করা। তাই নবান্নের তরফ থেকে কেন্দ্র সরকারকে বিকল্প প্রস্তাবে বলা হয়েছিল দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরকে কলকাতার দমদম বিমানবন্দরের বিকল্প হিসাবে ব্যবহার করা হোক।

কিন্তু কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব ১০০কিমির বেশি হওয়ায় সেই প্রস্তাবে সায় দিচ্ছিল না কেন্দ্র সরকার। রাজ্য সরকারও কলকাতার পাশে একলপ্তে এতটা বড় জমি খোঁজা নিয়ে আগ্রহ ছিল না। কিন্তু এই ছবিটাই বদলে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের পরে পরেই। কেননা রাজ্যের পিছিয়ে পড়া মানুষ ও পরিবারগুলির উন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ সামাজিক প্রকল্প চালু করে এবার রাজ্যে শিল্প গড়ে তোলার ওপর দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। এ রাজ্যের সামাজিক স্তরের উন্নয়ন শুধু দেশের মানুষেরই নয়, নজর কেড়েছে বিশ্ববাসীরও। কিন্তু শিল্প নিয়ে রাজ্যের স্বদিচ্ছা নিয়ে এখনও অনেক প্রশ্ন ওঠে। এই অবস্থায় তৃণমূল যখন জাতীয় স্তরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্যে ঝাঁপ দিয়েছে তখন শিল্প নিয়ে অস্বস্তি কাটাতে চাইছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব। বরঞ্চ সব দিক দিয়েই তাঁরা বাংলাকে মডেল রাজ্য হিসাবে তুলে ধরতে চাইছেন গোটা দেশের সামনে। আর সেই লক্ষ্যেই শিল্পে বিনিয়োগ টানতে ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে কেন্দ্রের দ্বিতীয় বিমানবন্দর গড়ার শর্ত নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে নবান্ন। 

এমনিতেই দমদম বিমানবন্দরে বিমান পরিষেবার ব্যবস্থা কার্যত সর্বোচ্চ বিস্তার লাভ করেছে। আন্তর্জাতিক উড়ান কম থাকলেও কার্যত বহু গুণ বেড়ে গিয়েছে দেশের মধ্যে নানা শহরে যাওয়ার উড়ানের সংখ্যা। যাত্রীসংখ্যার দিক দিয়েও এখন প্রতি বছরই নয়া নয়া রেকর্ড গড়ছে এই বিমানবন্দর। সেই সঙ্গে সামনে এসেছে এই তথ্যও যে যাত্রীধারন ক্ষমতার সর্বোচ্চ সংখ্যা ছুঁয়ে ফেলেছে কলকাতা বিমানবন্দর। এখন কোভিডের আবহে বিমান চলাচলের সংখ্যা কম থাকলেও কোভিডের আগেই দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভিড়ের চাপে পরিষেবা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছিল পিক আওয়ার্সে। সেই কথা মাথা রেখেই কেন্দ্র সরকারও চাইছিল রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত কোনও সিদ্ধান নিক। এবার সেই লক্ষ্যেই কাজ শুরু করে দিল নবান্ন। জমি পাওয়া গেলে আগামী এক দশকের মধ্যেই কলকাতার কাছেই গড়ে উঠবে বাংলার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।

কেন্দ্র জানিয়েছে, নতুন বিমানবন্দরে যাতে ৩কিমি লম্বা রানওয়ে গড়ে তোলা যায় সেই কথা মাথায় রেখেই রাজ্যকে জমি খুঁজতে হবে। কেননা কেন্দ্র চাইছে এই বিমানবন্দর দিয়ে বোয়িং ৭৭৭-এর মতো বড়সড় যাত্রীবাহী বিমান চালাতে। প্রাথমিক ভাবে নবান্নে সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চাইছে ভাঙড়ের আশেপাশে এই বিমানবন্দর গড়ে তুলতে। মূল কলকাতার সঙ্গে এই বিমানবন্দরে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে যেমন ভবিষ্যতে রাজ্য সরকার ই এম বাইপাস থেকে যেমন একটি উড়ালপুল নির্মাণের কথা এক্ষেত্রে মাথায় রাখছে তেমনি দমদমের সঙ্গে এই নতুন বিমানবন্দরের দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও অপর একটি উড়ালপুল নির্মাণের কথা ভেবে রেখেছে। যদিও প্রশ্ন আটকে থাকছে একটি বিষয়েই, এক লপ্তে ৬ হাজার একর জমি মিলবে তো ভাঙড়ে! নাকি সেখানেও ঘটবে সিঙ্গুরের পুনঃরাবৃত্তি। তাকিয়ে বাংলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠালো CBI

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর