এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাড়ির কাজের লোকের মাইনে ঠিক করে দেবে মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: শহর হোক কী গ্রাম, অবস্থাপন্ন হোক কী মধ্যবিত্ত, বাড়িতে কাজের লোক(Domestic Workers) নেই, এমন ছবি দেখতে পাবেন না। চোখ বুজে সেখানে নূন্যতম ১জন কাজের লোকের দেখা সেখানে ঠিকই পেয়ে যাবেন। কোথাও কোথাও একাধিক লোকের দেখাও পাবেন। কিন্তু তাঁদের মাইনে(Salary) সর্বত্র সমান নয়। কোথাও এই কাজের লোকদের অভিযোগ, হাড় ভাঙা খাটুনি খেটেও ভাল মাইনে পাওয়া যায় না। আবার কোথাও পরিবারের অভিযোগ, ভাল মাইনে দিলেও বিশ্বস্ত লোক পাওয়া যায় না। পাওয়া গেলেও তাঁর হাজারো চাহিদাও পূরণ করতে হয়। সঙ্গে আছে কামাইয়ের রোগ। এবার এই বাড়ির কাজের লোকদের মাইনেই ঠিক করে দেবে রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বাড়ি বাড়ি কাজ করা গৃহ পরিচারক ও পরিচারিকাদের নূন্যতম বেতন কত হবে সেটাই হবে মূল লক্ষ্য।

আরও পড়ুন ‘ডিসেম্বর মাসে ছোট্ট করে দরজাটা খোলা যাক’, বড় ইঙ্গিত অভিষেকের

১৯৪৮ সালের শ্রম আইনের(Labour Act 1948) মাধ্যমে রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও মজুরদের জন্য নূন্যতম বেতন কত হবে তা বেঁধে দেওয়ার অধিকার। সেই আইনের জেরেই শুধু বাড়ির পরিচারক বা পরিচারিকাই নয় অসংগঠিত ক্ষেত্রের সব ধরনের কাজের জন্যই মজুরুর হার বেঁধে দিতে পারে রাজ্যের সরকার। সেই পথে হেঁটেই এবার বাংলার বুকে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ির কাজের লোক ছাড়াও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অস্থায়ী শ্রমিক, বিদ্যুৎ সরবরাহের লাইনে কর্মরত অসংগঠিত শ্রমিক, রেডিমেড পোশাকের উৎপাদনের সঙ্গে জড়িত কর্মী, ঠান্ডা পানীয়ের উৎপাদনের সঙ্গে জড়ির শ্রমিক, বিস্কুট কারখানার অস্থায়ী শ্রমিক, আয়ুর্বেদ ও হোমিয়োপ্যাথি ওষুধ উৎপাদনের ক্ষেত্রের অস্থায়ী কর্মীদের বেতনও এবার ঠিক করে দেবে রাজ্য সরকার। এই একই পথে হেঁটে ইলেকট্রনিক্স, কম্পিউটার, গাড়ির যন্ত্রাংশ বিপণন এবং তার প্রচারে যুক্তদের ন্যূনতম মজুরিই সরকার ঠিক করে দেবে। গত ২২ নভেম্বর রাজ্য শ্রম দফতর এই মর্মে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যপালের কাছ থেকেও এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদনও মিলেছে। সম্ভবত আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তবে এর সব থেকে বড় লাভ পেতে চলেছেন বাড়ি বাড়ি কাজ করা পরিচারক ও পরিচারিকারা।

আরও পড়ুন বলি আসছো কে কে, দরজা খুলছে ৫ সেকেন্ডের জন্যে

সারা রাজ্যে সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ মহিলা ও পুরুষ গৃহ-পরিচারিক বা পরিচারিকা হিসেবে কাজ করেন। তাঁদের বেশির ভাগই অত্যন্ত দরিদ্র পরিবারের। তাঁদের স্বার্থেই রাজ্য সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করতে চাইছে। তাতে রাজনৈতিক ভাবে তৃণমূলের লাভ বিস্তর। কার্যত শহর হোক কী গ্রাম এই অসংগঠিত ক্ষেত্রের মানুষদের সমর্থনে তৃণমূলের ভোটব্যাঙ্ক আরও মজবুত হবে। এই বিষয়ে রাজ্যের শ্রম দফতরের আধিকারিকদের দাবি, রাজ্য সরকারের আসল লক্ষ্য, যাতে কোনও মানুষ বঞ্চিত না হন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে ৩০ লক্ষের মতো গৃহ-পরিচারিকা রয়েছেন। ২০ লক্ষ পুরুষ গৃহ পরিচারক রয়েছেন। নতুন নিয়মে তাঁরা সবাই উপকৃত হবেন। বর্তমানে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিযুক্ত গৃহ-পরিচারিক বা পরিচারিকেরা মাসে ৯,৭৫০-১০,৫০০ টাকা মজুরি পান। ১০ ঘণ্টা কাজের জন্যে দৈনিক মজুরি ৩২৫-৩৫০ টাকা। যদিও মুম্বই, বেঙ্গালুরু, দিল্লির মতো শহরে এরাই গড়ে ৮০০-১০০০ টাকা মজুরি পান দিনে। দিল্লি, কেরালার মতো রাজ্যে পরিচারিকা বা পরিচারকদের মজুরি সরকার নির্দিষ্ট করে দিলেও এ রাজ্যে সেটা দীর্ঘ দিন হয়নি।

আরও পড়ুন জুজুর নাম ইনকাম ট্যাক্স, বাংলায় সাড়ে ৩ বছরে ৩৭৪টি হানাদারি

এ দিকে গত কয়েক বছরে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহ-পরিচারিকা-সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্দিষ্ট করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে তার জেরে যাতে গৃহস্থদের ওপরে চাপ না পড়ে, সেটাও বিবেচনায় রাখা হচ্ছে। যদিও মধ্যবিত্ত পরিবারে ১জন পরিচারক বা পরিচারিকা ৩ হাজারের বেশি বেতন পান না। যদিও সেক্ষেত্রে ওই পরিচারক বা পরিচারিকারা একাধিক বাড়িতে কাজ করেন। এখন দেখার বিষয় রাজ্য সরকারের বেঁধে দেওয়া মজুরি এই গৃহস্থদের পকেট থেকে বাড়তি কড়ি খসায় না বাঁচায়। খরচ বেশি হলে কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বিস্তর। সেক্ষেত্রে কাজ হারাতে পারেন পরিচারক বা পরিচারিকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর