জাতির জনকের প্রয়াণ দিবসে রাজ্যপালের শ্রদ্ধার্ঘ্য গান্ধিঘাটে

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

30th January 2023 11:57 am | Last Update 30th January 2023 12:01 pm

নিজস্ব প্রতিনিধি: আজ ৩০ জানুয়ারি। ১৯৪৮ সালের এই দিনেই আততায়ীর গুলিতে নিহত হন জাতির জনক(Father of the Nation) মহাত্মা গান্ধি(Mahatma Gandhi)। তারপর থেকেই দেশজুড়ে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত হয়। এদিন সকালেই দিল্লির রাজঘাটে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রী ও দেশের বিশিষ্টজনেরা। বাংলার বুকেও যথাযথ মর্যাদার সঙ্গেই এই দিনটি পালন করা হচ্ছে। এদিন সকালেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে ব্যারাকপুর গান্ধিঘাটে(Barracpur Gandhighat) সস্ত্রীক যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। সেখানে তিনি জাতির জনকের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি একটি প্রার্থনা সভাতেও যোগ দেন। সেখানে রাজ্যপাল ছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

আরও পড়ুন আয়ুষের কাজ দেখতে রাজ্যে Surprise Visit ৫ সদস্যের কেন্দ্রীয় দল

এদিন গান্ধিঘাটে রাজ্যপাল সহ বিশিষ্টজনের উপস্থিতে রামধনু সঙ্গীতে পরিবেশন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা। এরপর মহাত্মা গান্ধির স্মৃতিসৌদ্ধতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ও মুখ্যসচিব সহ বিশিষ্টজনেরা। সেখানে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজনের পাশাপাশি ছিল চরকা কাটার আয়োজনও। তবে এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলেও ফিরে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। গত বছর অবশ্য এই দিনেই ওই জায়গাতেই রাজ্য সরকারকে কার্যত আক্রমণ করেছিলেন পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই সূত্রে ধরে এদিন অনেকেই ভেবেছিলেন বর্তমান রাজ্যপালও হয়তো এদিন কিছু বার্তা দিতে পারেন। কিন্তু সি ভি আনন্দ বোস এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি ধনখড়ের দেখানো রাস্তায় হাঁটবেন না। বরঞ্চ সংবিধানের দেখানো রাস্তাতে হেঁটেই তিনি তাঁর সাংবিধানিক দায়দায়িত্ব পালন করবেন।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

405
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like