এই মুহূর্তে




উত্তরবঙ্গ জুড়ে চরম দুর্যোগ চলবে, নামবে ধস ,দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে




নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমলো। জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানান,রাজ্যে মাত্র চার শতাংশ বৃষ্টির ঘাটতি জুলাইয়ের শেষ দিন পর্যন্ত। মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে সবথেকে বেশি ঘাটতি ৩৮ শতাংশ। দক্ষিণবঙ্গের(South Bengal) বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের স্বাভাবিক বৃষ্টি হয়েছে। বাকি জেলাতে সামান্য ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হয়েছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ডে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ(Uttarpradesh)।

মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর গোয়ালিয়ার সিদ্ধির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার সাগরদ্বীপ হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যেটি মধ্যপ্রদেশ এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।দক্ষিণবঙ্গতে(South Bengal) শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি , নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।ভারী ও অতি ভারী বৃষ্টির প্রভাব পড়বে বেশ কিছু এলাকায়।দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হবে।ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে।শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গতে(North Bengal)শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়।  ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার, কালিম্পং এবং মালদাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মালদা ,দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতে।শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলাতে।সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতেও।

মঙ্গলবারেও উত্তরবঙ্গে কমলা সতর্কতা(Orange Alert)। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।উত্তরবঙ্গের সতর্কতা জারি।পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারি বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে।
নদীর জল স্তর বাড়তে পারে।নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ পরিবারের তৃণমূলে যোগ

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নিউটাউনে জনবহুল এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

আরজি কর কাণ্ডে মহানগরীর পথে ‘ইনসাফ’ চেয়ে রিক্সা চালকদের প্রতিবাদ মিছিল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর