এই মুহূর্তে

হাড় কাঁপানো ঠান্ডার জন্য আরও ১০ দিন অপেক্ষা করতে হবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক ওয়েদার থাকবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন,বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি আছে। এটি কমবে কিন্তু খুব ধীর গতিতে। তাপমাত্রা কমবে এই মাসের ১২ ডিসেম্বরের পর থেকে । পারদ আরও কমবে বলে আশা করা যায় ।উত্তর দিনাজপুর, দক্ষিণ মালদা জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশ থাকবে।পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলায় হালকা কুয়াশা(Fog) থাকবে।ঘূর্ণিঝড়ের(Cyclone) পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে মেঘলা আকাশ ছিল শনিবার। বৃষ্টির পূর্বাভাস ছিল দশ জেলায়।

বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি হয় চার জেলায়। বাকি ছয় জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টি হয়। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা(Kolkata) সহ উপকূল সংলগ্ন জেলাতেও দু – এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি ,ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে হতে পারে। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলোতে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু এক জায়গায়। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বাভাস থাকলেও রবিবার সকাল থেকে মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ দেখা যায়।আপাতত শীতের আমেজে কিছুটা বাধা পেয়েছে। বেশ কিছুটা বাড়ে তাপমাত্রা।

রবিবার কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি ছিল । তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ে রাতের তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে। বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারা পতন একটু বেশি হতে পারে শীতের আবার স্পেল নতুন করে হতে পারে। সোমবার থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ,উত্তর দিনাজপুর ,মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদার রতুয়ায় ৫০০ শতাধিক কংগ্রেস কর্মী সহ প্রাক্তন প্রধান যোগ দিলেন তৃণমূলে

বন্ধ কারখানার শ্রমিক আবাসনের ঘর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার

বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

জাল ফেলতেই নদী থেকে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ, ঘনাচ্ছে রহস্য

মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লাবঘরে একাধিকবার ধর্ষণ যুবতীকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর