এই মুহূর্তে




বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গর জুড়ে সতর্কতা জারি




নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি পঞ্জাব ,হরিয়ানা, উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলির ওপর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরো একটু এগিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন, আগামী ২৬ থেকে ২৭ মে-র মধ্যে ঢুকে পড়বে কেরলে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের(South Bengal) সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা(Kolkata) সহ সব জেলাতে। বৃহস্পতিবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা।কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড়- বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

শুক্রবারে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে (North Bengal)বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হবে। ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ,কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের আট জেলাতেই।

ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে।আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে। শুক্রবার ঝড় – বৃষ্টি সব জেলাতেই হবে। শনিবার দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ