এই মুহূর্তে




ঝাড়খণ্ডে নিম্নচাপ, বৃহস্পতি থেকে শনি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস




নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ ঝাড়খন্ডে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আরো একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন, মঙ্গল ও বুধবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে(NorthBengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ওপরের পাঁচ জেলাতে।জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের(South Bengal) পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান ,উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

দক্ষিণবঙ্গে বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টি।শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতে।উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।

বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দু -এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।বুধবারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে হতে পারে ।বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা।শুক্রবার জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি।রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

ব্যাংকে ৪২ লক্ষ টাকা জমা দেওয়ার পর তা চলে গেল অন্য অ্যাকাউন্টে, উদ্ধার করল পুলিশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার যুবক

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ