-273ºc,
Friday, 2nd June, 2023 3:06 am
নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। আগামী সপ্তাহে রাজ্যের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। শনিবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)।নিম্নচাপ অক্ষরেখা জেরে যে বৃষ্টি হচ্ছে তা আজকের দিন পর্যন্ত চলবে ।দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আজ পর্যন্ত হালকা থেকে মাঝারে ধরনে র বৃষ্টি সমস্ত জেলাতে হবে। এর সাথে ওয়ার্নিং হিসাবে দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে । আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে এবং শুধুমাত্র নর্থ ও সাউথ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরের দিন থেকে অর্থাৎ ৩রা এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুই দিন আবহাওয়া এরকমই থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও মাঝে মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এর জন্য উত্তরবঙ্গে(North Bengal) সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং এবং জলপাইগুড়িতে। এই জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। পরশুদিন থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে।
কলকাতার(Kolkata) ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে, বজ্রপাত সহ বৃষ্টি এবং তার সাথে কোথাও দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা রাতে ২৮ ডিগ্রি ও দিনে ২২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা থাকবে। কাল রবিবার থেকে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে।