এই মুহূর্তে




সকাল সকাল লালবাজারে জিতু, বড় কোনও ঝামেলায় জড়ালেন নাকি অভিনেতা?




নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল লালবাজারে অভিনেতা জিতু কামাল। কেসটা কী? তাও আবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তবে কী বড় কোনও ঝামেলায় জড়ালেন অভিনেতা? যদিও এর আগেও পুলিশ থানায় যেতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু তখন অভিনেতার সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা ছিলেন। একটি গাড়ি সংঘর্ষের ঘটনায় বেলঘরিয়া থানায় দ্বারস্থ হতে হয়ে ছিল দম্পতিকে। কিন্তু সে ঘটনার অনেকদিন পার হয়ে গিয়েছে। নবনীতার সঙ্গেও জিতুর ডিভোর্স হয়ে গিয়েছে ২ বছর হল। এদিকে এখন ছোটপর্দা ছেড়ে বড়পর্দার নিয়মিত মুখ জিতু কামাল। একাধিক সিনেমা করে ফেলেছেন। এবং অভিনেতা হিসেবে তাঁর কাজ দর্শকদের দ্বারা বেশ প্রশংসিত।

কিন্তু বিষয়টা হল, শুক্রবার সাতসকালে লালবাজারে যেতে হলো কেন অভিনেতাকে? যেহেতু লালবাজার, কলকাতা পুলিশের সদর দফতর, সেই কারণেই বিষয়টি নিয়ে একটু গভীরে ঢুকতেই হচ্ছে। আসলে অভিনেতা হিসেবে নয়, ‘গোয়েন্দা’ হিসেবে লালবাজারে গিয়েছিলেন জিতু কামাল। নানা ভয় পাওয়ার কিছু নেই! তিনি বাস্তব গোয়েন্দা নন, বরং গোয়েন্দার চরিত্রে অভিনয়ের জন্যেই আসল গোয়েন্দার থেকে পরামর্শ নিতে গিয়েছিলেন। এক বছর আগে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবিতে অভিনয় করেছিলেন জিতু। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর।

তাঁর চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়। শুক্রবার (৪ জুলাই) সেই ছবির গল্পই বইয়ের আকারে প্রকাশিত হয়েছে। এর আগে একেনবাবু, ফেলুদা-র গোয়েন্দা চরিত্রগুলিও দুই মলাটে বন্দি হয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর গল্প।  সেই কারণেই লালবাজারে গিয়েছিলেন জিতু কামাল। আর সেখানে গিয়েই তিনি সরাসরি গোয়েন্দা দফতরে ঢুকে যান। যদিও ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবিতে অরণ্যের চরিত্রটি একজন চিকিৎসকের ছিল। তিনি এমন এক চিকিৎসক ছিলেন, যিনি গোয়েন্দাগিরিতেও সিদ্ধহস্ত ছিলেন। তাই এদিন অরণ্য হয়েই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে লালবাজারে গিয়েছিলেন জিতু। বইটি তুলে দিয়েছেন পুলিশ কমিশনারের হাতে। সঙ্গে লালবাজারেই সেই বইয়ের উন্মোচন হল। সেই বই প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। সেই উপলক্ষে লালবাজারে ছবির পরিচালক-লেখক দুলাল দে-ও উপস্থিত ছিলেন। এরপর তাঁরা লালবাজার গোয়েন্দা দফতর ঘুরে দেখেন। শুধু তাই নয়। এদিন পরিচালক আভাস দিয়েছেন যে, বড় পর্দায় ‘অরণ্য চট্টোপাধ্যায়’ আবার ফিরছে। তবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এর সিক্যুয়েলের মাধ্যমে।  ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম ছবিতে সরকারি হাসপাতালের সমস্যা পর্দায় দেখানো হলেও আগামী ছবিতে সমাজের কোন জ্বলন্ত সমস্যা তুলে ধরবেন জিতুরা, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন পরিচালকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল ছাড়ার পরিমাণ কমাতে হবে, ফের ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘বিজেপিকর্মী খুনের মামলায় পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই শুনানি নয়’

নিক্কোপার্কের ওয়াটারপার্কে সংজ্ঞাহীন হয়ে যুবকের মৃত্যু

নির্বাচন কমিশনে কেউ নিরপেক্ষ নেই, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ