32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:47 pm
কৌশিক দে সরকার: ভারতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে বিয়েকে ঘিরে ফ্যাশান স্রোতের(Marriage Fashion Style) উচ্ছ্বাস ক্রমশই বেড়ে চলেছে। তাতে বাদ যাচ্ছে না বাংলার মানুষজনও। সমীক্ষা বলছে দেশের যে সমস্ত রাজ্যে বিয়েকে ঘিরে অর্থের জৌলুস ক্রমশ বাড়ছে এবং সেই বিয়ের অনুষ্ঠানে নানা ধরনের পোষাকের কদর যে সব রাজ্যে বাড়ছে তার প্রথম দিকেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা(Bengal)। যুগ যুগ ধরে বাংলার মানুষেরা নিজের সংস্কৃতির পাশাপাশি অন্যের সংস্কৃতিকেও বড় আপন করে নিয়ে নজীর গড়েছেন। তাই পোষাকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাঙালিরা দেশের সামনে বিয়ের অনুষ্ঠানেও Indian Festive Wear’র পাশাপাশি Western Wear-র ক্ষেত্রেও বেশ নজর কাড়ছেন। তাই Designer Vandana N Gupta ও Designer Pankaj Kumar কলকাতার বুকে গ্রীষ্মকালীন বিয়ের পোষাকের এক অভিনব Fashion শোয়ের আয়োজন করেছিলেন শনিবার। সেখানেই দীর্ঘদিন বাদে দেখা মিলল বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর(Bhagyasree)। র্যাম্পে বিয়ের পোষাকে হেঁটে সবার নজর কাড়লেন তিনি।
এই অনুষ্ঠানে দুই ডিজাইনার বিয়ের নানান অনুষ্ঠান অর্থাৎ মেহেন্দি, সঙ্গীত, হলদি ও মূল অনুষ্ঠানের জন্য পরার ক্ষেত্রে নানান দেশীয় ও Indo-Western কালেকশান তুলে ধরেন। এই অনুষ্ঠান নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুই ডিজাইনার জানান, ‘আগে বিয়ে ছিল বড্ড জোর ৩ দিনের একটা গল্প। কিন্তু এখন প্রায় ১ সপ্তাহ। কেননা বিয়ের নানান অনুষ্ঠানের সংখ্যা আজ অনেকটাই বেড়েছে। প্রত্যেক রাজ্যেই দেখা যাচ্ছে মানুষ তাঁর নিজ সংস্কৃতির পাশাপাশি পশ্চিমী বা ভিন রাজ্যের সংস্কৃতিকেও বিয়ের অনুষ্ঠানে তুলে আনছে। এর মূলে আছেন আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা বিশ্বনাগরিকতায় বিশ্বাসী। আর বাংলা তো এই বিষয়ে রীতিমত অগ্রণী। এই রাজ্যের মানুষই পশ্চিমী পোষাককে সবার আগে ও সব থেকে বেশি কদর দিয়েছিলেন। এখনও দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে দেশীয় পোষাকের পাশাপাশি পশ্চিমী বা মিশ্র পোষাকের কদর এখানে ক্রমশই বাড়ছে। সেই বিষয়ে লক্ষ্য রেখেই সামনের গরমকালে বিয়ের অনুষ্ঠানে পরার মতো পোষাক তুলে ধরেছি আমরা।’