কমিশনের জরুরি তলবে দিল্লি উড়ে গেলেন বিবেক দুবে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: উদ্দেশ্যে ছিল নির্বিঘ্নে ভোট করানোর। অশান্তিকে মাথায় উঠতে না দিয়ে শান্তিপূর্ন ভোট করানোই বঙ্গে চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের। কিন্তু যত দফা বেড়েছে বঙ্গে ততই বাড়ছে উত্তেজনা। ভোটকে কেন্দ্র করে খুন, অশান্তি ও ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে কমিশনে। তাহলে এত কেন্দ্রীয় বাহিনী, ভিন রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ রেখে কি লাভ? এই কারণেই সোজা দিল্লিতে জরুরি তলব করা হল রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে।
আজ ভোরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বিবেক। নির্বাচন কমিশনের জরুরি তলবে বঙ্গে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখন পাঁচ দফা ভোট বাকি। তার আগেই এর অশান্তি, অভিযোগ কার্যত গোটা দেশের কাছে মুখ পড়ছে কমিশনের। তার উপর কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়েই জবাব দিহি করতে দিল্লিতে জরুরি বৈঠকে বসছেন দুবে।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল, শাসক কিংবা বিরোধী দলের প্রার্থীদের উপর সাধারণ মানুষের হামলা। তা নিয়েও জবাব তলব করবে কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বিবেক দুবে কে নানান অশান্তি নিয়ে ফোন ও অভিযোগ জানানো হয়েছে। কোথায় আবার বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে বিজেপির তরফে। গ্রামে ঢুকে কোথাও বাহিনীর অতি সক্রিয়তা চোখে পড়েছে তাও নজর এড়ায়নি কমিশনের। সব মিলিয়ে দিল্লির কমিশনের বড় কর্তাদের একাধিক প্রশ্নের মুখে পড়তে চলেছেন বিবেক দুবে এটা বলাই যায়। আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট। তার আগেই বিবেক দুবের দিল্লি তলব নিয়েও জল্পনা রাজনৈতিক মহলে।
আজ ভোরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বিবেক। নির্বাচন কমিশনের জরুরি তলবে বঙ্গে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখন পাঁচ দফা ভোট বাকি। তার আগেই এর অশান্তি, অভিযোগ কার্যত গোটা দেশের কাছে মুখ পড়ছে কমিশনের। তার উপর কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়েই জবাব দিহি করতে দিল্লিতে জরুরি বৈঠকে বসছেন দুবে।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল, শাসক কিংবা বিরোধী দলের প্রার্থীদের উপর সাধারণ মানুষের হামলা। তা নিয়েও জবাব তলব করবে কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বিবেক দুবে কে নানান অশান্তি নিয়ে ফোন ও অভিযোগ জানানো হয়েছে। কোথায় আবার বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে বিজেপির তরফে। গ্রামে ঢুকে কোথাও বাহিনীর অতি সক্রিয়তা চোখে পড়েছে তাও নজর এড়ায়নি কমিশনের। সব মিলিয়ে দিল্লির কমিশনের বড় কর্তাদের একাধিক প্রশ্নের মুখে পড়তে চলেছেন বিবেক দুবে এটা বলাই যায়। আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট। তার আগেই বিবেক দুবের দিল্লি তলব নিয়েও জল্পনা রাজনৈতিক মহলে।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment