নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে বসতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF 2023’র আসর। সেই উদ্বোধনী অনুষ্ঠানে(Inaugural Ceremony) বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছেন সলমন খান। উৎসব মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পাশে থাকার কথা নিশ্চিত করেছেন সলমন। সেই মঞ্চে থাকার কথা ছিল Big B মানে অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ও King Khan শাহরুখ খানেরও(Shah Rukh Khan)। কিন্তু এখন জানা যাচ্ছে, Big B ও King Khan সেইও অনুষ্ঠানে হাজির থাকছেন না। এবারের চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আর শাহরুখ তো আগে থেকেই বাংলার Brand Ambassador হয়ে আছেন। কিন্তু এবার দুইজনই গরহাজির থাকছেন KIFF 2023’র উদ্বোধনী অনুষ্ঠানে।
সূত্রে জানা গিয়েছে, অমিতাভ সম্প্রতি জানিয়ে দিয়েছেন, তাঁর শারীরিক অসুস্থতা রয়েছে। সেই কারণেই এবারের চলচ্চিত্র উৎসবে কলকাতায় যেতে পারছেন না তিনি। সেই সঙ্গে শাহরুখও জানিয়েছেন, ওই সময়ে তাঁর পূর্ব নির্ধারিত কিছু কাজ রয়েছে। তাই তিনিও হাজির থাকতে পারছেন না ওই অনুষ্ঠানে। তবে Big B না থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন জয়া বচ্চন। তাছাড়া এবারের চলচ্চিত্র উৎসবে অনিল কাপুরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিও হাজির থাকতে পারেন। কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রীর বরাবরই ব্যক্তিগত আগ্রহ থাকে। অমিতাভ-শাহরুখ তাঁর আমন্ত্রণেই গত কয়েক বছর ধরে আসছেন কলকাতায়। জানা গিয়েছে, কমিটিতে বাকিদের উদ্যম ও উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। আয়োজক কমিটির কাজে খুব একটা সন্তুষ্ট নন মমতা। হতে পারে সেই কারণেই এবার ফের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আয়োজক কমিটিতে ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী। চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিৎকে।