প্রার্থী তালিকা নিয়ে পাঁচতারাতে আলোচনায় বিজেপি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো। অপরদিকে কলকাতায় বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে রাজ্যের শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। মূলত পুরুলিয়া, জঙ্গলমহল, মেদিনীপুর, হাওড়ার একাংশ ও দক্ষিণ ২৪ পরগণার প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিল্লি পাঠানো হবে। আগেই দেখা গিয়েছে, বঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হওয়ার জন্য দিল্লিতে একই আসনে ২০-৩০ জনের নাম গিয়েছে। তাতেই চিন্তিত গেরুয়া শিবির।
এদিন বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়, অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শিবপ্রকাশ আলোচনা করছেন অমিত শাহের পাঠানো প্রতিনিধি ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সূত্রের খবর, বিজেপির এই মুহূর্তে মূল সমস্যা এক আসনে একাধিক প্রার্থী। সেটা নিয়ে বিস্তারিত আলোচনাও হবে আজকের বৈঠকে।
মূলত বিজেপি শীর্ষ নেতারা ছাড়াও রয়েছেন, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলার সভাপতিরা। তাঁদের সঙ্গেই রয়েছেন ওই জোনের পর্যবেক্ষক, জেলার পর্যবেক্ষকরা। সূত্রের খবর, আজকের আলোচনার পর একটি তালিকা যাবে অমিত শাহ ও জে পি নাড্ডার কাছে দিল্লিতে। তারপরেই অমিত-নাড্ডা নিজেদের বানানো তালিকার সঙ্গে মিলিয়ে আগামী বুধবারের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। চলতি মাসের শেষেই নির্বাচন। হাতে সময় খুবই কম। অপরদিকে তৃণমূল কংগ্রেস আজকেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন বলে জল্পনা। তাই এক মুহূর্ত দেরী না করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত বিজেপি। মাথায় রয়েছে গোষ্ঠী দ্বন্দ ঠেকানোর চেষ্টা।
এদিন বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়, অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শিবপ্রকাশ আলোচনা করছেন অমিত শাহের পাঠানো প্রতিনিধি ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সূত্রের খবর, বিজেপির এই মুহূর্তে মূল সমস্যা এক আসনে একাধিক প্রার্থী। সেটা নিয়ে বিস্তারিত আলোচনাও হবে আজকের বৈঠকে।
মূলত বিজেপি শীর্ষ নেতারা ছাড়াও রয়েছেন, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলার সভাপতিরা। তাঁদের সঙ্গেই রয়েছেন ওই জোনের পর্যবেক্ষক, জেলার পর্যবেক্ষকরা। সূত্রের খবর, আজকের আলোচনার পর একটি তালিকা যাবে অমিত শাহ ও জে পি নাড্ডার কাছে দিল্লিতে। তারপরেই অমিত-নাড্ডা নিজেদের বানানো তালিকার সঙ্গে মিলিয়ে আগামী বুধবারের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। চলতি মাসের শেষেই নির্বাচন। হাতে সময় খুবই কম। অপরদিকে তৃণমূল কংগ্রেস আজকেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন বলে জল্পনা। তাই এক মুহূর্ত দেরী না করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত বিজেপি। মাথায় রয়েছে গোষ্ঠী দ্বন্দ ঠেকানোর চেষ্টা।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment