মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে হানা কলকাতা পুলিশের। আলিপুরে বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির এনসিবি আধিকারিকরা। যদিও রাকেশের বাড়িতে প্রবেশের আগে বাঁধা দেন তাঁর ছেলে ও সিআইএসএফরা। রাকেশ সিং-এর ছেলের দাবি পুলিশের কাছে কোনও বৈধ কাগজ নেই তাই তাঁরা বাড়ির ভিতর ঢুকতে দেবে না পুলিশকে।
বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে ড্রাগ মামলায় গ্রেফতার করার পর থেকে রাকেশ সিং-এর নাম সামনে আসে। পামেলা বারবার দাবি করেন তাঁকে ফাঁসানো হয়েছে, যার পিছনে জড়িত কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ নেতা রাকেশ সিংহ। আর সেইমতোই রাকেশকে জেরা করার জন্য গতকাল রাতেই নোটিশ পাঠায় লালবাজার। কিন্তু রাকেশ জানায় দিল্লিতে আগামী তিনদিন অনুষ্ঠান রয়েছে। তাই বাড়িতে থাকবেন না কিন্তু তিনদিন পর কলকাতায় ফিরে লালবাজারে হাজিরা দিতে যাবেন তিনি।
মঙ্গলবার আলিপুরে রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই মুহূর্তে।পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেয়, রাকেশের ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পুলিশের দাবি যদিও তদন্তে তাঁদের বাধা দেওয়া হয়, তাহলে বাড়ির দরজা ভেঙ্গে ঢুকবে পুলিশ। আপাতত রাকেশের বাড়ির বাইরে উত্তেজনা চরমে। আদালতেও অস্বস্তিতে রয়েছে বিজেপি নেতা রাকেশ সিংহ। লালবাজারের নোটিসের উপর স্থগিতাদেশ দেয় নি আদালত। গত শুক্রবার নিউ আলিপুর থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে। গ্রেফতার করা হয় যুব নেতা প্রবীর কুমার দে-কেও।
বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে ড্রাগ মামলায় গ্রেফতার করার পর থেকে রাকেশ সিং-এর নাম সামনে আসে। পামেলা বারবার দাবি করেন তাঁকে ফাঁসানো হয়েছে, যার পিছনে জড়িত কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ নেতা রাকেশ সিংহ। আর সেইমতোই রাকেশকে জেরা করার জন্য গতকাল রাতেই নোটিশ পাঠায় লালবাজার। কিন্তু রাকেশ জানায় দিল্লিতে আগামী তিনদিন অনুষ্ঠান রয়েছে। তাই বাড়িতে থাকবেন না কিন্তু তিনদিন পর কলকাতায় ফিরে লালবাজারে হাজিরা দিতে যাবেন তিনি।
মঙ্গলবার আলিপুরে রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই মুহূর্তে।পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেয়, রাকেশের ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পুলিশের দাবি যদিও তদন্তে তাঁদের বাধা দেওয়া হয়, তাহলে বাড়ির দরজা ভেঙ্গে ঢুকবে পুলিশ। আপাতত রাকেশের বাড়ির বাইরে উত্তেজনা চরমে। আদালতেও অস্বস্তিতে রয়েছে বিজেপি নেতা রাকেশ সিংহ। লালবাজারের নোটিসের উপর স্থগিতাদেশ দেয় নি আদালত। গত শুক্রবার নিউ আলিপুর থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে। গ্রেফতার করা হয় যুব নেতা প্রবীর কুমার দে-কেও।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment