গ্রেফতারি এড়াতে লালবাজার যাচ্ছেন না রাকেশ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অনুমান সত্যিই হল। গ্রেফতারি এড়াতে এদিন লালবাজার মুখো হচ্ছেন না বিজেপি নেতা রাকেশ সিং। দিল্লিতে জরুরি কাজ রয়েছে এই কারন দেখিয়ে কলকাতা পুলিশকে ইমেল করে রাকেশ জানিয়ে দিলেন যে তিনি আজ হাজির হতে পারছেন না লালবাজারে। পামেলা কাণ্ডে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা রাকেশ সিংকে লালবাজারে তলব করার পাশাপাশি তাঁর নামে সমন জারি করে পুলিশ। আর তার জেরেই এদিন বিকাল ৪টের মধ্যে রাকেশের হাজিরা দেওয়ার কথা ছিল লালবাজারে। কিন্তু এদিন সকালেই জানা যায়, যে পামেলাকে জেরা করে রাকেশের বিরুদ্ধে বেশ কিছু তথ্য হাতে এসেছে পুলিশের। তার জেরেই এদিন জেরার পরেই রাকেশকে গ্রেফতার করতে পারে পুলিশ। সেই সম্ভাবনা সামনে আসতেই এবার কার্যত গা ঢাকা দিলেন রাকেশ।
গত শুক্রবার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হয়েছিলেন ১০০ গ্রাম কোকিন সহ। নিউ আলিপুরের রাস্তায় সেই গ্রেফতারি কাণ্ডে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় পামেলার সঙ্গেই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে, যিনি আবার পামেলার বয়ফ্রেন্ডও। এদের জেরা করেই পুলিশের হাতে রাকেশের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক তথ্য আসে। বিশেষ করে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কিভাবে উত্তেজনা রীতিমত পরিকল্পনা করে ছড়ানো হয়েছিল সেই সম্পর্কে বেশ কিছু তথ্য আসে পুলিশের হাতে। আর এই সবের পিছনে ছিল রাকেশের মাথা ও কারসাজি। মাদককাণ্ডেও রাকেশযোগের কথা জানতে পেরেছে পুলিশ। তাই সমন জারি করেই তাঁকে ডাকা হয়েছিল লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেই সম্ভাব না এখন কমেই গেল রাকেশ গা ঢাকা দেওয়ায়।
যদিও এদিন কলকাতা পুলিশকে পাঠানো ইমেলে রাকেশ জানিয়েছেন, মঙ্গলবার তিনি দিল্লি যাচ্ছেন, দু’দিন থাকবেন সেখানেই। তারপর তাঁর যেতে কোনও অসুবিধা নেই। ইমেল মারফৎ লালবাজারে এ কথা জানিয়েছেন তিনি। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের অনুমান রাকেশ চাইছেন দিল্লি হয়ে বিদেশে পালাতে। এমন ঘটনা যে ঘটতে পারে সেটা তাঁরা গেই অনুমান করছিলেন। তাই এখন দেখার বিষয় রাকেশকে নিয়ে কোন পথে এগোবে পুলিশি তদন্ত। একই সঙ্গে পামেলা ও মাদক কাণ্ডে আর কোন কোন বিজেপি নেতার নাম উঠে আসে সেটাও দেখার বিষয়।
গত শুক্রবার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হয়েছিলেন ১০০ গ্রাম কোকিন সহ। নিউ আলিপুরের রাস্তায় সেই গ্রেফতারি কাণ্ডে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় পামেলার সঙ্গেই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে, যিনি আবার পামেলার বয়ফ্রেন্ডও। এদের জেরা করেই পুলিশের হাতে রাকেশের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক তথ্য আসে। বিশেষ করে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কিভাবে উত্তেজনা রীতিমত পরিকল্পনা করে ছড়ানো হয়েছিল সেই সম্পর্কে বেশ কিছু তথ্য আসে পুলিশের হাতে। আর এই সবের পিছনে ছিল রাকেশের মাথা ও কারসাজি। মাদককাণ্ডেও রাকেশযোগের কথা জানতে পেরেছে পুলিশ। তাই সমন জারি করেই তাঁকে ডাকা হয়েছিল লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেই সম্ভাব না এখন কমেই গেল রাকেশ গা ঢাকা দেওয়ায়।
যদিও এদিন কলকাতা পুলিশকে পাঠানো ইমেলে রাকেশ জানিয়েছেন, মঙ্গলবার তিনি দিল্লি যাচ্ছেন, দু’দিন থাকবেন সেখানেই। তারপর তাঁর যেতে কোনও অসুবিধা নেই। ইমেল মারফৎ লালবাজারে এ কথা জানিয়েছেন তিনি। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের অনুমান রাকেশ চাইছেন দিল্লি হয়ে বিদেশে পালাতে। এমন ঘটনা যে ঘটতে পারে সেটা তাঁরা গেই অনুমান করছিলেন। তাই এখন দেখার বিষয় রাকেশকে নিয়ে কোন পথে এগোবে পুলিশি তদন্ত। একই সঙ্গে পামেলা ও মাদক কাণ্ডে আর কোন কোন বিজেপি নেতার নাম উঠে আসে সেটাও দেখার বিষয়।
More News:
26th February 2021
বাংলার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা কমিশনের, ৮ দফা নিয়ে তীব্র আক্রমণ মমতার
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
Leave A Comment