এই মুহূর্তে




সুকান্তর জমানা শেষ, বঙ্গ বিজেপির নয়া মুখিয়া শমীক!




নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদারের জমানা শেষ হতে চলেছে। রাশ ধরতে চলেছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান শমীক ভট্টাচার্য।যদিও সর্বভারতীয় সভাপতি সোমবার সন্ধ্যাতেই আভাস দিয়েছিলেন। এবার বিজেপির কেন্দ্রীয় নির্দেশও চলে এলো কলকাতায়। বুধবার (১ জুলাই) বেলা গড়াতেই রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বলল দিল্লি। বিজেপি সূত্রের খবর, বেলা ১২.৩৫ মিনিট নাগাদ শমীকের কাছে ফোন এসেছিল কেন্দ্রীয় নেতৃত্বের। আর তিনি বেলা ২ টো নাগাদ রাজ্য সভাপতির সল্টলেক দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলেছেন সিদ্ধান্ত নিয়েছেন। শমীক ছাড়া আর কোনও মনোনয়ন না জমা পড়লে সুকান্তর পরে শমীক ভট্টাচার্যই হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রসঙ্গত, গত সোমবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন শমীক। শুধু তাই নয়, ওইদিন সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতেও আমন্ত্রণ ছিল শমীকের।

তখনই আঁচ পাওয়া যাচ্ছিল যে, বঙ্গ বিজেপির রাশ সুকান্তর হাত থেকে সরতে চলেছে।সোমবার শুধু শমীক নয়, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে যে সকল সাংসদরা বিদেশে গিয়েছিলেন, তাঁদের মধ্যে বিজেপি সংসদীয় প্রতিনিধিদেরও আমন্ত্রণ ছিল জেপি নাড্ডার বাড়িতে। আমন্ত্রণের তালিকায়, শমীকের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবি শঙ্কর প্রসাদও ছিলেন। আর সেই কর্মসূচিতেই শমীক কে বঙ্গবিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার আভাস দেন জেপি নাড্ডা। এরপরেই আজ বেলাতে দিল্লি থেকে সরাসরি শমীকের কাছে ফোন এলো এবং তাঁকে রাজ্য বিজেপি সভাপতির দফতরে মনোনয়ন পত্র জমা দিতে বলা হল।

বস্তুত, গত সোমবার হাতে একগুচ্ছ কাজ নিয়ে দিল্লিতে রওনা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। তাঁর আগামী ৪ জুলাই দিল্লি থেকে ফেলার কথা ছিল। কিন্তু বুধবার সকালেই তাঁকে দিল্লি থেকে কলকাতায় ফিরতে বলা হয়। সেইমতো তিনি সকালের ফ্লাইটে কলকাতায় চলে এসেছেন। তাঁর সঙ্গেএ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও কলকাতায় এসেছেন। বিজেপি সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় রবিশঙ্কর প্রসাদও কলকাতায় চলে আসবেন। সুতরাং এখনও পর্যন্ত বেলা ২ টো নাগাদ মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে শমীকের। বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরেই ‘স্ক্রুটিনি’ হবে। কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা-ও সেই দিনই করে নিতে হবে। এরপর বুধবারই চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করে দেবে বিজেপি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, রয়েছে নকল নোটও

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ