এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অর্জুনের অগ্নিপরীক্ষার দিনেও ছন্নছাড়া গেরুয়া ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার সময় থেকেই তিনি ছিলেন কট্টর বামবিরোধী। সেই সময় বার বার ভোটে দাঁড়িয়েও না জেতার ঘটনা ঘটলেও পাল্লা দিয়ে ভাটপাড়া(Bhatpara) ও আশেপাশের এলাকায় বাড়ছিল তাঁর দাপট। শেষে পরিবর্তনের ঝড়ে ভর দিয়ে বামেদের পরাস্ত করে ভাটপাড়া দখল করেছিলেন তিনি। এলাকার তৃণমূল বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পাশাপাশি হয়েছিলেন স্থানীয় পুরপ্রধানও। ইচ্ছা ছিল সাংসদও হওয়ার। কিন্তু সেই সুযোগ তাঁকে দেয়নি তৃণমূল। তাই ২০১৯ এর লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আর তারই পুরষ্কার হিসাবে পেয়েছিলেন ব্যারাকপুর(Barracpur) লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার সুযোগ। তিনি অর্জুন সিং(Arjun Singh)। ব্যারাকপুরের এই বিজেপি সাংসদেরই আজ অগ্নিপরীক্ষা। কিন্তু দেখা যাচ্ছে তিনি নিজের গড় সামলাতেই হিমশিম খাচ্ছেন। পাশে কার্যত কেউ নেই, বিজেপিও না। কেননা অর্জুনের এই অগ্নিপরীক্ষার দিনেও কার্যত চূড়ান্ত ছন্নছাড়া দশায় রয়েছে বিজেপি। আর সেটা শুধু অর্জুনের নিজের শহর ভাটপাড়াতেই নয়, গোটা ব্যারাকপুর মহকুমা জুড়ে।

উনিশের ভোটে অর্জুন জেতার পরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভার দখল চলে গিয়েছিল বিজেপির হাতে। যদিও পরে এক এক করে ওই সব পুরসভা পুনঃরুদ্ধার করে তৃণমূল(TMC)। কার্যত অর্জুনকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাঁর পায়ের নীচ থেকে মাটি সরিয়ে নেওয়ার পালা ওই সময় থেকেই শুরু করে দেয় রাজ্যের শাসক দল। এরই নির্যাস একুশের ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ী হয় তৃণমূল। খালি ভাটপাড়ায় জয়ী হয়েছিল বিজেপি(BJP)। সেই ফলেই বোঝা গিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েই অর্জুনের নিয়ন্ত্রণ বা বিজেপির দাপট বড়সড় ধাক্কা খেয়েছে। এরপর সময় যতই গড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় ততই শিথিল হয়েছে অর্জুনের রাশ, বিজেপির দাপট এবং গেরুয়া ব্রিগেডের আধিপত্য। এখন কার্যত ভাটপাড়া ব্যাতীত কোথাও অর্জুনের সংগঠনের কোনও অস্তিত্বও নেই। কিন্তু এদিন সেই ভাটপাড়াতেও অর্জুনের দাপট প্রশ্নের মুখে। কেননা রবি সকালের ভোটচিত্র বলে দিচ্ছে ভাটপাড়াও এবার অর্জুনের হাতের বাইরে চলে যেতে বসেছে।

২০২৪ সালে রয়েছে দেশের পরবর্তী লোকসভা নির্বাচন। তার আগে এদিনই ব্যারাকপুর শিল্পাঞ্চলের শেষ বড় ভোট। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮০ শতাংশ ভোটার রয়েছেন এই শিল্পাঞ্চল এলাকাতেই। স্বাভাবিক ভাবেই এই পুরনির্বাচনে অর্জুন বা বিজেপি মুখ থুবড়ে পড়লে ২৪ এর লড়াই অনেকটাই কঠিন হয়ে যাবে একসময়কার এই শিল্পাঞ্চলের শেষকথা হয়ে ওঠা অর্জুন সিংয়ের পক্ষে। সব থেকে বড় কথা অর্জুনের আশেপাশে যাদের এতদিন দেখা যেত তাঁদের একটা বড় অংশই এখন যোগ দিয়েছে তৃণমূলে। এমনকি তাঁদের মধ্যে অর্জুনের আত্মীয়রাও আছেন। স্বাভাবিক ভাবেই অর্জুন এখন নিজ গড়েই চূড়ান্ত রকম ভাবে একঘরে হয়ে পড়েছেন। ফলে এদিন তিনি সকাল থেকেই নিজেকে বাড়ির মধ্যেই আটকে রেখেছেন। আর সেই ছবিটাই বলে দিচ্ছে, অর্জুনের দাপট ফুরাচ্ছে তাঁর নিজ গড়েও। হাতছাড়া হচ্ছে ভাটপাড়াও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠালো CBI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর