এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে ভরা ডুবি নিশ্চিত, ২৪’র আতঙ্ক পদ্মশিবিরে

নিজস্ব প্রতিনিধি: সময় যতই এগিয়ে আসছে ততই যেন আতঙ্কের চোরে স্রোতে ডুবে যাচ্ছে গেরুয়া শিবির। দলের নেতা থেকে কর্মী, সাংসদ থেকে বিধায়ক, সমর্থক থেকে ভোট ব্যাঙ্ক, সবাইকে চাঙ্গা রাখতে বার বার দিতে হচ্ছে ভোকাল টনিক। বার বার আওড়াতে হচ্ছে, ‘আব কে বার মোদি সরকার’। বলতে হচ্ছে দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে কেন্দ্রের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ফিরছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু বলাটাই সার। তার কোনও প্রভাব পড়ছে না কোনও সমীক্ষায়। প্রভাব পড়ছে না আমজনতা থেকে দলের সমর্থকদের মধ্যে। সর্বত্রই যেন ভরাডুবির ছবি। সেই ছবি আবার আরও প্রকট হয়ে উঠেছে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের বুকে। মানে বিহার(Bihar), বাংলা(Bengal) আর ওড়িশার(Odhisa) বুকে। এই তিন রাজ্যে মোট লোকসভা আসন সংখ্যা ১০৩। তার মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP নেতৃত্বাধীন NDA পেয়েছিল ৬৫টি আসন। যার মধ্যে BJP একাই পেয়েছিল ৪৩টি আসন। এবার এই ৪৩টি আসন যেমন চূড়ান্ত অনিশ্চিত তেমনি শরিকদের সমর্থন মেলাও চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়েছে বিজেপির কাছে। আর যদি এই সব আসন হাতছাড়া হয় তাহলে গতবারের ৩০৩ তো দূরের কথা ২৭২ আসনের ম্যাজিগ ফিগারও ছোঁয়া যাবে কিনা সন্দেহ।

আরও পড়ুন অভিষেককে জানাতেই ১২ লক্ষ টাকা ফেরত পেলেন নন্দদুলাল বাগ

২০১৯ সালে সারা দেশ থেকে বিজেপি একাই জিতেছিল ৩০৩টি আসন। শরিকরা পেয়েছিল আরও ৫০টি আসন। সব মিলিয়ে কেন্দ্রের ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য ফেরা নরেন্দ্র মোদির সরকারের কাছে ছিল মোট ৩৫৩টি আসন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ২০২৪ সালে এই সংখ্যাটা ফেরত পাওয়াইও কার্যত অসম্ভব হয়ে পড়ছে মোদি সরকার তথা বিজেপির পক্ষে। কেননা গেরুয়া শিবিরের সব থেকে বড় ধাক্কা আসতে চলেছে পূর্ব ভারত থেকে। পূর্ব ভারতের ৪টি রাজ্য বাংলা, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের(Jharkhand) মোট আসন সংখ্যা ১১৭টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেই ৪ রাজ্য থেকে বিজেপি একাই জিতেছিল ৫৪টি আসন। এর মধ্যে বাংলা থেকে বিজেপি পেয়েছিল ১৮টি আসন, বিহার থেকে ১৭টি, ঝাড়খণ্ড থেকে ১১টি ও ওড়িশা থেকে ৮টি। সেই সময় বিজেপির পাশে শরিক দল হিসাবে বিহারে ছিল নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল, রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ও ঝাড়খণ্ডের আজসু। এই ৩টি দল পেয়েছিল যথাক্রমে ১৬, ৬ ও ১টি আসন। কিন্তু এবারে সেই ৩ শরিক দলের মধ্যে নীতিশ কুমার আগেই হাত ছেড়ে দিয়েছেন বিজেপি’র। রামবিলাস পাসওয়ানের দল কার্যত ছত্রভঙ্গ। আজসুর অবস্থাও একই। এদের ভোটব্যাঙ্কও আর তাই বিজেপির পক্ষে ২০২৪ সালে থাকবে না বলেই ধরে নেওয়ায় ভাল।

আরও পড়ুন গ্রামোন্নয়নে স্বীকৃতি বাংলার, Incentive ৪০০ কোটি, দিচ্ছে NABARD

এই অবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) মাথারা মনে করছেন পূর্ব ভারতের ৪ রাজ্যেই কার্যত ভরাডুবি হতে চলেছে গেরুয়া বাহিনীর। যার মধ্যে সব থেকে বড় ধাক্কা আসতে চলেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ থেকেই। এই ৩ রাজ্যে তো বটেই ঝাড়খণ্ডেও কার্যত একা লড়তে হবে মোদি বাহিনীকে। তাই বাংলা থেকে আসন কার্যত চূড়ান্ত অনিশ্চিত। খুব জোর ৬টি আসন আসতে পারে বলে ধরেছেন সঙ্ঘ কর্তারা। বিহার থেকে সেই সংখ্যাটা ৫, ঝাড়খণ্ড থেকে ৪ ও ওড়িশা থেকে মাত্র ৩। সব মিলিয়ে পূর্ব ভারত থেকে বিজেপি পেতে পারে সর্বোচ্চ ১৮টি আসন যা ২০১৯ এর তুলনায় কার্যত এক তৃতীয়াংশ। বিজেপিকে হারাতে হতে পারে ৩৬টি আসন। আর শরিকদের আসন নিয়ে ধরলে কার্যত এক চতুর্থাংশেরও কম। এই শূন্যস্থান যদি লোকসভার ক্ষেত্রে মিলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপি আগের ৩০৩টি আসন থেকে নেমে আসতে পারে ২৬৭-এ। আর শরিকদের ধরলে ২৯৪টি আসন। কিন্তু মজা হচ্ছে শুধু পূর্ব ভারত থেকেই তো বিজেপির আসন কমছে না। কার্যত সারা দেশেই কমছে। আরও বড় কথা শরিক দল বলে পাশে কেউই নেই। এই অবস্থায় আসবে কোথা থেকে ২৭২, সেটা ভেবেই আতঙ্গ ছড়াচ্ছে গেরুয়া শিবিরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর