24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:06 am
নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলনের নামে কার্যত গুন্ডামি চালাল বিজেপি। ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলে বৃহস্পতিবার অভিযানে নামে গেরুয়া শিবির। সেন্ট্রাল অ্যাভিনিউতে সেই অভিযান থেকে পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলে দেওয়া থেকে শুরু করে শহরের পথে তাণ্ডব চালায় পদ্ম শিবিরের কর্মীরা। মহানগরের গুরুত্বপূর্ণ জায়গায় এমন অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ডেঙ্গু ইস্যুতে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চা কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানে নেমে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে পড়ে গেরুয়া শিবিরের কর্মীরা। যেহেতু সেন্ট্রাল অ্যাভিনিউ শহরের গুরুত্বপূর্ণ জায়গা। তাই এই অংশে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। কোনও আগাম অনুমতি না নিয়ে অভিযানে নেমে বিজেপির নেতা কর্মীরা পুলিশের সেই ব্যারিকেডের সামনে এসে তাণ্ডব চালাতে শুরু করে। বন্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল। প্রায় ২০ মিনিট ধর্মতলা গামী সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায়। ব্যারিকেড তুলে ছুঁড়ে দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পথে নেমে আন্দোলনের নামে এমন তাণ্ডবে স্বাভাবিকভাবে চাঞ্চল্য তৈরি হয়। পথচলতি সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়। নিজেদের তাণ্ডবের মাঝে পড়ে অসুস্থ হয়ে যান কয়েকজন বিজেপি কর্মী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতা পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
মেডিক্যাল কলেজ হাসপাতাল, চক্ষু হাসপাতাল-সহ একাধিক হাসপাতাল রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়। সেখানে এদিনের তাণ্ডবের ফলে রোগী ও রোগীর পরিজনেররা আটকে পড়েন রাস্তায়। অবরোধের ফলের তৈরি হয় ভোগান্তি। এদিন মিছিলে ছিলেন বিজেপির ইন্দ্রনীল খা, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ সহ পৌরসভার কাউন্সিলর। প্রথমে পুলিশের তরফে বিজেপির নেতাদের আবেদন করা হয় রাস্তা অবরধ তুলে নেওয়ার জন্য। কিন্তু তাতে কর্ণপাত না করায় অবশেষে প্রায় ৩০ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে।