30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:25 pm
নিসর্গ নির্যাস মাহাতো, কলকাতা: দুর্গাপুজো (DURGA PUJA) মানেই উচ্ছ্বাস। আর এই বছর কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি। তাই এবারের উৎসবে রয়েছে বিশ্ব জোড়া অহংকার। থিমের পুজো জৌলুস তো আছেই। আছে বাজেটের খেলা। কিন্তু বনেদি বাড়ির পুজো মানে এক আলাদা আমেজ। সেখানে আছে ইতিহাস, আছে ঐতিহ্য। বনেদিয়ানার এই সব কিছু নিয়েই শুভদীপ রায় চৌধুরীর বই ‘বনেদি কলকাতার দুর্গোৎসব’।
শনিবার উদ্বোধন হল বইয়ের। সাবর্ণ রায় চৌধুরী বাড়ির সদস্য লেখক। তিনি আঞ্চলিক গবেষক। এই বইটি গবেষণামূলক। বিকেল ৫টায় সাবর্ণ রায় চৌধুরী মেজবাড়ির ঠাকুরদালানে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই বইটির। প্রকাশক- ‘কলিখাতা’। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গবেষক সন্দীপন মিত্র সহ অন্যান্যরা।
বইয়ের ভেতরে রয়েছে অসাধারণ প্রাসঙ্গিক বুকমার্ক। লেখক সাবর্ণ পরিবারের ৩৬ তম প্রজন্ম। তাঁর বইতে উঠে এসেছে শোভাবাজারের দেব, বাগবাজারের হালদার, সাদার্ন এভিন্যুয়ের ঘোষ রায়, হাটখোলার দত্ত, কলুটোলার মতিলাল শীল, ভবানীপুরের মিত্র এবং সাবর্ণ রায় চৌধুরী- এই ৭টি বনেদি পরিবারের দুর্গাপুজোর খুঁটিনাটি। উঠে এসেছে পরিবারগুলির ইতিহাস, পরিবার অনুযায়ী পুজোর আলাদা আলাদা রীতি, বিশেষত্ব। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে প্রতিমার ধরণ, বর্ণ ও তার কারণ। উল্লেখ্য, লেখকের পরিবারের ৮ টি বাড়িতেই হয় আলাদা আলাদা দুর্গাপুজো। সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের অনেক সদস্য।
বইটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে। পুজোর বাজারের তালিকায় এই বইটি (BOOK) রাখতেই পারেন। জানতে পারবেন ‘বনেদি কলকাতার দুর্গোৎসব’ সম্পর্কে খুঁটিনাটি।