এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ব্রাত্য বসুর সঙ্গে রাজ্যপালের বৈঠক রাজভবনে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় এদিন রাজভবনে।

শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর রাজ্যে উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের বৈঠক রাজ্যের প্রতি রাজ্যপালের সহযোগিতার বার্তা বলে মনে করছেন ওয়াকিববহাল মহল।

শুক্রবার রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মিত হাসি মুখে দেখা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। একাধিকবার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণও করেছেন তিনি।

সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের মনোনীত প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপালের মনোনীত প্রতিনিধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষা সংক্রান্ত আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার আইন সংশোধন করেছে। এর পর বিভিন্ন সময়ে শিক্ষা দফতরের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। উচ্চ শিক্ষা দফতরের পাল্টা অভিযোগ ছিল রাজ্যপাল ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছেন একাধিকবার। এদিনের বৈঠকের পর রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত কিছুটা কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর