এই মুহূর্তে




‘অনুপ্রবেশ’ নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে কড়া হুঁশিয়ারি বিএসএফের




নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের অবসানের পরেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার ঢল নেমেছে। মুসলিম মৌলবাদীদের হাতে নির্যাতনের স্বীকার হওয়া হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীরাও দলে দলে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময়ে পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে অশান্তি পাকাতে বিভিন্ন জঙ্গি সংগঠনের তরফ থেকে কুখ্যাত জঙ্গিদের ঢোকানোরও চেষ্টা চলছে। আর ওই কাজে ইন্ধন জোগাচ্ছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) জওয়ান ও আধিকারিকরা। বিজিবি’র ওই ভূমিকাতেই প্রমাদ গুনছেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্তারা। ফলে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের পাল্টা হুঁশিয়ারি দিয়ে অনুপ্রবেশ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। বিএসএফের তরফে কড়া বার্তায় বলা হয়েছে, ‘অনুপ্রবেশ রোধ করুন। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’

গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের ফলে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আর তার পর থেকেই ওপার বাংলায় শুরু হয় চরম অরাজকতা। সেই সঙ্গে আওয়ামী লীগ ও হিন্দু নিধন যজ্ঞ। প্রাণ বাঁচাতে অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষের সঙ্গে জঙ্গিরাও নাশকতামূলক কাজকর্মের জন্য এপারে আসার চেষ্টা চালান। কোনও ক্রমে অনুপ্রবেশের সেই স্রোত সামলানোর চেষ্টা চালান বিএসএফ জওয়ানরা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় গত ১২ অগস্ট থেকে এখনও পর্যন্ত মোট ৭২২ বার বিজিবি’র বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফের পদাধিকারীরা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং সীমান্তের পরিস্থিতি পর্যালোচনার জন্য গত বৃহস্পতিবারই কলকাতায় বিশেষ বৈঠকে বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত বিশেষ কমিটি। বিএসএফের অতিরিক্ত ডিজি ওই কমিটির নেতৃত্বে রয়েছেন। ওই বৈঠকেই ঠিক হয়, অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবি’কে কড়া বার্তা দেওয়া হবে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাউকে এ দেশের মাটিতে ঢুকতে দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর