এই মুহূর্তে




নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল




নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে বিএসএফ (BSF) জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। মৃতের নাম সূর্যকান্ত দাস (৩৮)। পরিবারের লোকেরাই প্রথমে দেহটি দেখতে পান বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নিউ টাউনের শুলংগুড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই বিএসএফ জওয়ান। ওই বাড়িতেই বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একমাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন সূর্যকান্ত দাস। তিনি ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে এখানে থাকতেন। পুলিশ সূত্রে খবর, পরিবারে সদস্যদের উদ্দেশ্যে সুইসাইড নোটও লিখেছে বলে জানা গিয়েছে। সেই সুইসাইড নোট সে পরিবারের কাছেও পাঠিয়েছিল। সোমবার ভাড়া বাড়িতে আসেন পরিবারের সদস্যরা। তাঁরাই এসে ঝুলন্ত দেহ দেখতে পায়। তারপরেই দ্রুত খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ ও বিএসএফ আধিকারিকরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুইসাইড নোট দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও মানসিক অস্থিরতা ছিল ওই জওয়ানের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোটে কী লেখা রয়েছে, সেই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে ঘচনার তদন্তে নেমে বিএসএফ আধিকারিক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেব তাঁকে শেষ দেখা গিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেস্টিংসে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা খারিজ হাইকোর্টে

কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকে খোঁচা মমতার

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অমিত শাহকে প্রধানমন্ত্রী করলেই হয়’, ফের খোঁচা মমতার

বাংলায় পালিত হবে না ‘সংবিধান হত্যা দিবস’, স্পষ্ট জানিয়ে দিলেন মমতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ