এই মুহূর্তে




রাতভর বৃষ্টিতে চারু মার্কেটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত ১




নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাত-ভোর প্রবল বর্ষণের জেরে  শনিবার কলকাতার চারু মার্কেট সংলগ্ন এলাকার ৪৩ দেশপ্রাণ শাসমল রোডের একটি বিপদজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন পূর্ব মেদিনীপুর(East Medinipur) থেকে। তার নাম চন্দন বর্মন। তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে(M.R.Bangur Hospital) গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পুরসভার আধিকারিকরাও পৌঁছন ঘটনস্থলে। বাড়ি ভাঙার কাজ শুরু হয় দুপুরের পর।

রাত-ভোর প্রবল বর্ষণের জেরে কলকাতার চারু মার্কেট (Charu Market)এলাকার ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এক পথচারী আহত হন। এর আগেও উত্তর কলকাতার হেদুয়া সংলগ্ন বিধান শ্রমিকদের একটি পুরনো বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছিল সেখানেও অল্পের জন্য প্রাণে বেঁচে ছিলেন পথচারীরা। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুরনো বাড়িগুলিকে চিহ্নিত করে বিপদজনক বলে নোটিশ জারি করেছে কলকাতা পৌরসভা।

একটানা বর্ষণ শুরু হতেই সেই বিপদজনক বাড়িগুলি বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ছে বড় রাস্তার ওপর। সম্প্রতি উত্তর কলকাতার পাথুরিয়া ঘাট স্ট্রিট এলাকাতে পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। বিপদজনক বাড়িগুলি মেরামতি না করার দরুন যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে অঘটন ঘটায় চিন্তিত কলকাতা পুরসভা। শনিবার চারু মার্কেট থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডে পুরনো বাড়ির একটি অংশ ভেঙে পড়ার পর ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও দমকল বাহিনী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

LIVE

LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ