নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার Amherst Street থানায় এক যুবককে চোরাই মোবাইল কেনার অপরাধে ডেকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠলো।মেডিকেল কলেজের সামনে বিধান সরণিতে শুরু হয়েছে পথ অবরোধ। ভাই ফোঁটার রাতে তুমুল উত্তেজনা উত্তর কলকাতায়। শিয়ালদা পটুয়াটোলা লেনের বাসিন্দা অশোক কুমার সিং , বয়স ৪৭ বছর । অভিযোগ বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ এই দোকানে কর্মচারী অশোক দোকানদারি করার সময় স্থানীয় amherst স্ট্রিট থানার পুলিশ তাকে ডেকে পাঠায়।
তারপরে থানায় যাবার পর কিছুক্ষণ পর তাকে মেডিকেল কলেজে ভর্তি করে পুলিশ। জানায় সে অসুস্থ। এরপর তার বাড়ির লোক মেডিকেল কলেজে এসে দেখে সে মৃত। এরপরই ক্ষোভ উগড়ে পড়ে থানার ওপর ।৩০ মিনিট যান চলা চল বন্ধ বিধান সরণিতে। ঘটনাস্থলে হাজির হন কলকাতা পৌরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপি নেতা সজল ঘোষ সহ তার অনুগামীরা। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে চলছে অবরোধ ও বিক্ষোভ। প্রচুর সংখ্যক পুলিশ amherstreet থানায় পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, চুরির মোবাইল কেনার অভিযোগে যুবককে ডেকে পাঠানো হয় থানায়। জিজ্ঞাসাবাদ চলাকালীন মারধরেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে পরিবার। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, একটি চুরি যাওয়া মোবাইল ট্রেস করে স্থানীয় Amhert Street থানার অফিসাররা। জানতে পারে সেটি একজন যুবক ব্যবহার করছে। তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এদিকে পুলিশ হেফাজতে পিটিয়ে মারা হয়েছে এই অভিযোগে ওই মৃত যুবকের পরিবার মেডিকেল কলেজের দু’নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।